Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে কমপক্ষে ৪১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে কমপক্ষে ৪১ জনের মৃত্যু

হ্যারিকেন থেকে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া আইডার প্রভাবে রেকর্ডভাঙা বৃষ্টির কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, ঘূর্ণিঝড় আইডার প্রভাবে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। শুধু নিউ জার্সি রাজ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। 

নিউ জার্সির গভর্নর ফিল মারফি বৃহস্পতিবার রাজ্যে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, পানি বেড়ে যাওয়ায় অধিকাংশই তাঁদের যানবাহনে আটকে ছিল। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে কমপক্ষে মারা গেছেন ১৪ জন। এছাড়া কানেকটিকাটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পেনসিলভেনিয়ায় তিনজন মারা গেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাবওয়ে স্টেশন এবং মানুষের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। 

নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। 

গত রোববার ক্যাটাগরি-৪ এর হ্যারিকেন আইডা লুইজিয়ানায় আঘাত হানে। লুইজিয়ানায় শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত