Ajker Patrika

অধিকাংশ আমেরিকান টুইটার ব্যবহারকারী না হওয়া পর্যন্ত থামবেন না মাস্ক

আপডেট : ০৩ মে ২০২২, ১৮: ২৭
অধিকাংশ আমেরিকান টুইটার ব্যবহারকারী না হওয়া পর্যন্ত থামবেন না মাস্ক

সম্প্রতি টুইটার কিনে নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক বলেছেন, তিনি টুইটারকে বর্তমানের ‘বদ্ধ’ অবস্থান থেকে সরিয়ে নিয়ে যেতে চান। এবং যতক্ষণ অবধি অধিকাংশ আমেরিকান টুইটার ব্যবহার করা শুরু না করবেন ততক্ষণ তিনি থামবেন না। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সোমবার ইলন মাস্ক বলেছেন, তিনি টুইটারকে বর্তমান গণ্ডি থেকে বের করে নিয়ে যেতে চান। যাতে বেশির ভাগ আমেরিকান টুইটার ব্যবহার করতে পারে। নিউইয়র্কের মেট গালায় জমায়েত হওয়া সাংবাদিকদের বলেছেন, টুইটার ব্যবহারকারীদের মধ্য কতটা প্রসারিত হতে পারে তা হবে টুইটারের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। 

মাস্ক বলেন, ‘আমি চাই দেশের বেশির ভাগ মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত হোক, সংলাপে জড়িত থাকুক।’ বর্তমানে টুইটারের প্রায় ৪ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। 

মাস্ক আরও বলেন, তিনি প্ল্যাটফর্মটিকে ‘যতটা সম্ভব বিশ্বস্ত ও বিস্তৃত’ করতে চান, যেখানে বেশির ভাগ আমেরিকানই এখানে কথা বলার সুযোগ পাবে। তিনি আরও জানিয়েছিলেন, তিনি টুইটারের অ্যালগরিদমকে উন্মুক্ত করে দিতে চান। তিনি টুইটারের সবার সামনে উন্মুক্ত ও স্বচ্ছ করে তোলার কথাও বলেছেন। এবং এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে সমালোচনার জন্য উন্মুক্ত করে দিতে চান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত