মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্রেইগ রবার্টসন নামে ওই ব্যক্তি এক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে।
রবার্টসন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উতাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি একধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে।
ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল।
মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই।
উল্লেখ্য, ওই ব্যক্তি এমন এক সময়ে নিহত হন, যার মাত্র কয়েক ঘণ্টা পর বাইডেনের উতাহে সফর করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তাঁর প্রথম উতাহ সফর। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানেও অংশ নেবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্রেইগ রবার্টসন নামে ওই ব্যক্তি এক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে।
রবার্টসন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উতাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি একধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে।
ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল।
মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই।
উল্লেখ্য, ওই ব্যক্তি এমন এক সময়ে নিহত হন, যার মাত্র কয়েক ঘণ্টা পর বাইডেনের উতাহে সফর করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তাঁর প্রথম উতাহ সফর। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানেও অংশ নেবেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে