অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিক-এর জনপ্রিয়তা বাড়লেও এটি ব্যবহার করলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন মার্কিন নাগরিকেরা। কারণ নতুন একটি বিলের প্রস্তাবে বলা হয়েছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে সহায়তা করলে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এই জরিমানার পরিমাণ ১০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
মার্কিন রিপাবলিকান সিনেটর জশ হাওলি সম্প্রতি এই বিল উত্থাপন করেছেন। এটির লক্ষ্য হলো—যুক্তরাষ্ট্রের নাগরিক ও সংস্থাগুলোকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সহায়তা করা থেকে বিরত রাখা।
বিলে উল্লেখ করা হয়েছে, চীনে তৈরি প্রযুক্তি বা মেধাস্বত্ব আমদানি করা নিষিদ্ধ করা হবে। ডিপসিক-এর নাম সরাসরি উল্লেখ না করা হলেও বিলটি এমন সময় আনা হলো, যখন এই চীনা ওই চ্যাটবটটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এআই অ্যাপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এটি আত্মপ্রকাশ করার পর মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারমূল্যও হ্রাস পেয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ডিপসিক-এর হঠাৎ জনপ্রিয়তা বাড়ার ফলে নিরাপত্তা, গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিপসিক-এর ব্যবহারকারীদের তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হয়। তাই এটি তথ্য গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
এ ছাড়া ডিপসিক-এর বিরুদ্ধে অভিযোগ আছে, এটি চীনের কমিউনিস্ট পার্টির জন্য স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে প্রশ্নের জবাব দেয় না। ফলে অ্যাপটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপসিককে আমেরিকান প্রযুক্তি খাতের জন্য সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। হোয়াইট হাউস ডিপসিক-এর জাতীয় নিরাপত্তায় প্রভাব মূল্যায়ন করছে। ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এবং নাসা তাদের কর্মীদের ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করেছে।
এর পাশাপাশি, টেক্সাসসহ বেশ কয়েকটি রাজ্য ডিপসিক নিষিদ্ধ করার কথা ভাবছে। টেক্সাস প্রথম অঙ্গরাজ্য হিসেবে সরকারি ডিভাইসে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘চীনা কমিউনিস্ট পার্টিকে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় প্রবেশের সুযোগ দেওয়া হবে না। টেক্সাস আমাদের দেশকে বিদেশি শত্রুদের হুমকি থেকে রক্ষা করবে।’
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারগুলোর জন্য টিকটকের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে ডিপসিক। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্র সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা বিল কনার বলেছেন, ‘ডিপসিক স্পষ্টভাবে একটি বড় ঝুঁকি বহন করে। বিশেষ করে সেই সব প্রতিষ্ঠানের জন্য, যারা তাদের তথ্য গোপনীয়তা, নিরাপত্তা ও স্বচ্ছতাকে গুরুত্ব দেয়।’
বিল কনার আরও বলেন, ‘ডিপসিক-এর নিজস্ব গোপনীয়তা নীতিতে বলা হয়েছে, এটি চীনে চালিত একটি ক্লাউড পরিষেবা যেখানে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করা হয়। ফলে এটি তথ্য গোপনীয়তা, নিরাপত্তা নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় অজানা ঝুঁকি তৈরি করতে পারে।’
যুক্তরাষ্ট্রে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিক-এর জনপ্রিয়তা বাড়লেও এটি ব্যবহার করলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন মার্কিন নাগরিকেরা। কারণ নতুন একটি বিলের প্রস্তাবে বলা হয়েছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে সহায়তা করলে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এই জরিমানার পরিমাণ ১০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
মার্কিন রিপাবলিকান সিনেটর জশ হাওলি সম্প্রতি এই বিল উত্থাপন করেছেন। এটির লক্ষ্য হলো—যুক্তরাষ্ট্রের নাগরিক ও সংস্থাগুলোকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সহায়তা করা থেকে বিরত রাখা।
বিলে উল্লেখ করা হয়েছে, চীনে তৈরি প্রযুক্তি বা মেধাস্বত্ব আমদানি করা নিষিদ্ধ করা হবে। ডিপসিক-এর নাম সরাসরি উল্লেখ না করা হলেও বিলটি এমন সময় আনা হলো, যখন এই চীনা ওই চ্যাটবটটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এআই অ্যাপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এটি আত্মপ্রকাশ করার পর মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারমূল্যও হ্রাস পেয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ডিপসিক-এর হঠাৎ জনপ্রিয়তা বাড়ার ফলে নিরাপত্তা, গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিপসিক-এর ব্যবহারকারীদের তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হয়। তাই এটি তথ্য গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
এ ছাড়া ডিপসিক-এর বিরুদ্ধে অভিযোগ আছে, এটি চীনের কমিউনিস্ট পার্টির জন্য স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে প্রশ্নের জবাব দেয় না। ফলে অ্যাপটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপসিককে আমেরিকান প্রযুক্তি খাতের জন্য সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। হোয়াইট হাউস ডিপসিক-এর জাতীয় নিরাপত্তায় প্রভাব মূল্যায়ন করছে। ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এবং নাসা তাদের কর্মীদের ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করেছে।
এর পাশাপাশি, টেক্সাসসহ বেশ কয়েকটি রাজ্য ডিপসিক নিষিদ্ধ করার কথা ভাবছে। টেক্সাস প্রথম অঙ্গরাজ্য হিসেবে সরকারি ডিভাইসে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘চীনা কমিউনিস্ট পার্টিকে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় প্রবেশের সুযোগ দেওয়া হবে না। টেক্সাস আমাদের দেশকে বিদেশি শত্রুদের হুমকি থেকে রক্ষা করবে।’
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারগুলোর জন্য টিকটকের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে ডিপসিক। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্র সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা বিল কনার বলেছেন, ‘ডিপসিক স্পষ্টভাবে একটি বড় ঝুঁকি বহন করে। বিশেষ করে সেই সব প্রতিষ্ঠানের জন্য, যারা তাদের তথ্য গোপনীয়তা, নিরাপত্তা ও স্বচ্ছতাকে গুরুত্ব দেয়।’
বিল কনার আরও বলেন, ‘ডিপসিক-এর নিজস্ব গোপনীয়তা নীতিতে বলা হয়েছে, এটি চীনে চালিত একটি ক্লাউড পরিষেবা যেখানে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করা হয়। ফলে এটি তথ্য গোপনীয়তা, নিরাপত্তা নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় অজানা ঝুঁকি তৈরি করতে পারে।’
গুয়াহাটিতে একটি হোটেলে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ভারতীয় দুই যুবকসহ এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুই যুবকের নাম শফিকুল ও জাহাঙ্গীর। তাঁরা আসামের বাসিন্দা
১৫ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইতালির পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে। ইতালির গ্রিন পার্টির দুজন সংসদ সদস্য দাবি করেছেন, গত ডিসেম্বরে ভেনিসে হাঁস শিকার করতে...
১ ঘণ্টা আগেবিমানবন্দরে পানির বোতল, শাওয়ার জেলের টিউব বা ফেস ক্রিমের কৌটা বাজেয়াপ্ত করা একটি সাধারণ দৃশ্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কিমচি’ নামে দেশটির জনপ্রিয় একটি খাবার আটকাতে বছরজুড়ে ব্যস্ত ছিলেন নিরাপত্তা কর্মকর্তারা।
২ ঘণ্টা আগেগ্রিসের জনপ্রিয় পর্যটন এলাকা সান্তোরিনি দ্বীপে একের পর এক ভূমিকম্পের ঘটনায় দ্বীপ ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে সেখানকার হাজার হাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ ফেরিতে দ্বীপ ছেড়েছে। এ ছাড়া আজ মঙ্গলবারও জরুরি
২ ঘণ্টা আগে