অনলাইন ডেস্ক
ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। তবে তাতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।
যুদ্ধের বর্ষপূতির দিনে আজ শুক্রবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া সাতটি দেশ।
ভোটদানে বিরত দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম। তার সঙ্গে সাবেক সোভিয়েত রাশিয়ার অধীনে থাকা কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়াকে।
যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার বাকি তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান রয়েছে। আর জাতিসংঘে জান্তাবিরোধী জাতীয় ঐকমত্যের সরকারের (এনইউজি) প্রতিনিধিত্ব করা মিয়ানমারের ভোট পড়েছে প্রস্তাবের পক্ষে।
কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে তোলা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।
এই প্রস্তাবে বাংলাদেশের ভোট কোন পক্ষে যাবে জানতে চাইলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক ‘হিউম্যানিটারিয়ান’ আইনের ব্যত্যয় না ঘটলে, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কোনো কিছু করা হলে বাংলাদেশ সাধারণত সেখানে অংশ নেয় না।
তিনি আরও বলেন, নির্দিষ্ট দেশকে ভিত্তি করে কোনো প্রস্তাব যখন নেওয়া হলেও বাংলাদেশ বিরত থাকে। এবিষয়ে নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে অপর দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবেন।
ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। তবে তাতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।
যুদ্ধের বর্ষপূতির দিনে আজ শুক্রবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া সাতটি দেশ।
ভোটদানে বিরত দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম। তার সঙ্গে সাবেক সোভিয়েত রাশিয়ার অধীনে থাকা কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়াকে।
যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার বাকি তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান রয়েছে। আর জাতিসংঘে জান্তাবিরোধী জাতীয় ঐকমত্যের সরকারের (এনইউজি) প্রতিনিধিত্ব করা মিয়ানমারের ভোট পড়েছে প্রস্তাবের পক্ষে।
কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে তোলা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।
এই প্রস্তাবে বাংলাদেশের ভোট কোন পক্ষে যাবে জানতে চাইলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক ‘হিউম্যানিটারিয়ান’ আইনের ব্যত্যয় না ঘটলে, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কোনো কিছু করা হলে বাংলাদেশ সাধারণত সেখানে অংশ নেয় না।
তিনি আরও বলেন, নির্দিষ্ট দেশকে ভিত্তি করে কোনো প্রস্তাব যখন নেওয়া হলেও বাংলাদেশ বিরত থাকে। এবিষয়ে নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে অপর দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবেন।
যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ম্যাকমাহন। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট তাঁর নিয়োগ নিশ্চিত করেছে। তাঁকে এমন এক দপ্তরের নেতৃত্বে বসানো হলো, যেটি ভেঙে দেওয়ার ব্যাপারে...
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনার মোকাবিলায় মিসর একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব অনুসারে, গাজার শাসনভার আর হামাসের থাকবে না। বরং, আরব, মুসলিম ও পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রিত...
১ ঘণ্টা আগেবর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং তুরস্কে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদক কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কশাঘাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিচ্ছে টিএসএমসি।
৩ ঘণ্টা আগে