অনলাইন ডেস্ক
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিত্ব ওয়ারেন বাফেট জানিয়েছেন, তিনি চলতি বছরের শেষ দিকে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গ্রেগ আবেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট ঘোষণা করেছেন, তিনি এ বছরের শেষে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেবেন। ‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত এই অভিজ্ঞ বিনিয়োগকারী তাঁর কোম্পানির বার্ষিক সভায় জানিয়েছেন, তিনি ভাইস চেয়ারম্যান গ্রেগ আবেলকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
বাফেট বলেছেন, ‘আমার মনে হয় সময় এসেছে, বছর শেষে গ্রেগের কোম্পানির প্রধান নির্বাহী হওয়া উচিত।’ বাফেট বার্কশায়ার হ্যাথাওয়েকে একটি লোকসানি টেক্সটাইল প্রস্তুতকারক থেকে ১ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগ কোম্পানিতে পরিণত করেছেন। তাঁকে তর্কাতীতভাবে বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী মানা হয়।
প্রায় ৪০ হাজার শ্রোতার কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন বা দাঁড়িয়ে অভিবাদন পাওয়ার পর তিনি রসিকতা করে বলেন, ‘ওই প্রতিক্রিয়ায় যে উৎসাহ দেখানো হয়েছে, তার দুটি ব্যাখ্যা হতে পারে।’ এই বিলিয়নিয়ার নেব্রাস্কার ওমাহা অনুষ্ঠিত গতকাল শনিবারের কোম্পানি সভায় জানান, তাঁর এই সিদ্ধান্তের কথা কেবল তাঁর দুই সন্তান, হাওয়ার্ড এবং সুসি বাফেট জানতেন।
মঞ্চে বাফেটের পাশে বসা গ্রেগ আবেল আপাতদৃষ্টিতে এই ঘোষণায় কিছুটা বিস্মিত হন। বাফেট চার বছর আগে গ্রেগ আবেলকে তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন। তবে সে সময় তিনি অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। সভায় বাফেট আরও বলেন, বার্কশায়ারের কোনো শেয়ার বিক্রি করার পরিকল্পনা তাঁর নেই।
বাফেট আরও বলেন, ‘আমার বার্কশায়ার হ্যাথাওয়ের একটি শেয়ারও বিক্রি করার কোনো ইচ্ছা নেই, একেবারেই নেই। এটি দান করে দেওয়া হবে।’ এ কথা বলার সময় শ্রোতারা উল্লাস করেন।
অ্যাপলের সিইও টিম কুক সহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা বাফেটের ব্যবসায়িক উত্তরাধিকারের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন। টিম কুক এক্সে লিখেছেন, ‘ওয়ারেনের মতো কেউ কখনো ছিলেন না, এবং অসংখ্য মানুষ, আমি নিজেও, তাঁর জ্ঞানে অনুপ্রাণিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘তাঁকে জানাটা আমার জীবনের অন্যতম সেরা সৌভাগ্য এবং কোনো প্রশ্ন ছাড়াই ওয়ারেন গ্রেগের হাতে বার্কশায়ারকে নিরাপদেই রেখে যাচ্ছেন।’
২০২৩ সালে বাফেট এক বিরল চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি স্বীকার করেন, যদিও তাঁর পদত্যাগের কোনো ইচ্ছা নেই, তবে তিনি ‘অতিরিক্ত ইনিংসে খেলছেন।’ বার্কশায়ার হ্যাথাওয়ের ৬০ টিরও বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে বিমা কোম্পানি গেইকো, ব্যাটারি প্রস্তুতকারক ডিউরাসেল এবং রেস্টুরেন্ট চেইন ডেইরি কুইন উল্লেখযোগ্য।
এ ছাড়াও অ্যাপল, কোকা কোলা, ব্যাংক অব আমেরিকা এবং আমেরিকান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি কোম্পানিতে তাদের বড় শেয়ার রয়েছে। বাফেট দাতব্য কাজে বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন। গত মাসে ব্লুমবার্গ তাঁকে বিশ্বের চতুর্থ-ধনী ব্যক্তি হিসেবে স্থান দেয়। তাঁর মোট সম্পদ ১৫৪ বিলিয়ন ডলার। মাত্র ছয় বছর বয়সে তিনি প্রথম অর্থ উপার্জন করেন। ১১ বছর বয়সে প্রথম শেয়ার কেনেন এবং ১৩ বছর বয়সে প্রথম আয়কর রিটার্ন দাখিল করেন।
বিশ্বের অন্যতম ধনী হওয়া সত্ত্বেও, বাফেট ৬৫ বছরেরও বেশি সময় ধরে ওমাহাতে তাঁর একই সাধারণ বাড়িতে বসবাস করছেন। এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন বাফেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করে বিনিয়োগকারীদের বলেছেন, আমেরিকার উচিত ‘বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার না করা।’
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিত্ব ওয়ারেন বাফেট জানিয়েছেন, তিনি চলতি বছরের শেষ দিকে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গ্রেগ আবেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট ঘোষণা করেছেন, তিনি এ বছরের শেষে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেবেন। ‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত এই অভিজ্ঞ বিনিয়োগকারী তাঁর কোম্পানির বার্ষিক সভায় জানিয়েছেন, তিনি ভাইস চেয়ারম্যান গ্রেগ আবেলকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
বাফেট বলেছেন, ‘আমার মনে হয় সময় এসেছে, বছর শেষে গ্রেগের কোম্পানির প্রধান নির্বাহী হওয়া উচিত।’ বাফেট বার্কশায়ার হ্যাথাওয়েকে একটি লোকসানি টেক্সটাইল প্রস্তুতকারক থেকে ১ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগ কোম্পানিতে পরিণত করেছেন। তাঁকে তর্কাতীতভাবে বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী মানা হয়।
প্রায় ৪০ হাজার শ্রোতার কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন বা দাঁড়িয়ে অভিবাদন পাওয়ার পর তিনি রসিকতা করে বলেন, ‘ওই প্রতিক্রিয়ায় যে উৎসাহ দেখানো হয়েছে, তার দুটি ব্যাখ্যা হতে পারে।’ এই বিলিয়নিয়ার নেব্রাস্কার ওমাহা অনুষ্ঠিত গতকাল শনিবারের কোম্পানি সভায় জানান, তাঁর এই সিদ্ধান্তের কথা কেবল তাঁর দুই সন্তান, হাওয়ার্ড এবং সুসি বাফেট জানতেন।
মঞ্চে বাফেটের পাশে বসা গ্রেগ আবেল আপাতদৃষ্টিতে এই ঘোষণায় কিছুটা বিস্মিত হন। বাফেট চার বছর আগে গ্রেগ আবেলকে তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন। তবে সে সময় তিনি অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। সভায় বাফেট আরও বলেন, বার্কশায়ারের কোনো শেয়ার বিক্রি করার পরিকল্পনা তাঁর নেই।
বাফেট আরও বলেন, ‘আমার বার্কশায়ার হ্যাথাওয়ের একটি শেয়ারও বিক্রি করার কোনো ইচ্ছা নেই, একেবারেই নেই। এটি দান করে দেওয়া হবে।’ এ কথা বলার সময় শ্রোতারা উল্লাস করেন।
অ্যাপলের সিইও টিম কুক সহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা বাফেটের ব্যবসায়িক উত্তরাধিকারের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন। টিম কুক এক্সে লিখেছেন, ‘ওয়ারেনের মতো কেউ কখনো ছিলেন না, এবং অসংখ্য মানুষ, আমি নিজেও, তাঁর জ্ঞানে অনুপ্রাণিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘তাঁকে জানাটা আমার জীবনের অন্যতম সেরা সৌভাগ্য এবং কোনো প্রশ্ন ছাড়াই ওয়ারেন গ্রেগের হাতে বার্কশায়ারকে নিরাপদেই রেখে যাচ্ছেন।’
২০২৩ সালে বাফেট এক বিরল চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি স্বীকার করেন, যদিও তাঁর পদত্যাগের কোনো ইচ্ছা নেই, তবে তিনি ‘অতিরিক্ত ইনিংসে খেলছেন।’ বার্কশায়ার হ্যাথাওয়ের ৬০ টিরও বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে বিমা কোম্পানি গেইকো, ব্যাটারি প্রস্তুতকারক ডিউরাসেল এবং রেস্টুরেন্ট চেইন ডেইরি কুইন উল্লেখযোগ্য।
এ ছাড়াও অ্যাপল, কোকা কোলা, ব্যাংক অব আমেরিকা এবং আমেরিকান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি কোম্পানিতে তাদের বড় শেয়ার রয়েছে। বাফেট দাতব্য কাজে বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন। গত মাসে ব্লুমবার্গ তাঁকে বিশ্বের চতুর্থ-ধনী ব্যক্তি হিসেবে স্থান দেয়। তাঁর মোট সম্পদ ১৫৪ বিলিয়ন ডলার। মাত্র ছয় বছর বয়সে তিনি প্রথম অর্থ উপার্জন করেন। ১১ বছর বয়সে প্রথম শেয়ার কেনেন এবং ১৩ বছর বয়সে প্রথম আয়কর রিটার্ন দাখিল করেন।
বিশ্বের অন্যতম ধনী হওয়া সত্ত্বেও, বাফেট ৬৫ বছরেরও বেশি সময় ধরে ওমাহাতে তাঁর একই সাধারণ বাড়িতে বসবাস করছেন। এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন বাফেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করে বিনিয়োগকারীদের বলেছেন, আমেরিকার উচিত ‘বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার না করা।’
ইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
১৩ মিনিট আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
৩৬ মিনিট আগেইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
১ ঘণ্টা আগেআজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে