কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি কলেজ-শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী নিধুয়া কানাডাপ্রবাসী বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ডিসেম্বরের শুরুর দিকে অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে নিধুয়া মুক্তাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।
মেয়ের জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে সামিনা নাসরিন চৌধুরী লেখেন, ‘মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার নামাজে জানাজা আগামী ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর আয়োজন করা হয়েছে।
নিধুয়ার জন্য এই বিদায়ী আয়োজনে সব কাছের মানুষ ও বন্ধুদের দোয়া তাঁর অনন্তযাত্রায় পাথেয় হবে এবং সবার উপস্থিতি আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমিন।
নিধুয়া মুক্তাদির গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে তাঁকে দেখা গিয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো কূলকিনারা খুঁজে না পেয়ে তল্লাশি বন্ধ করে দেয়। নিখোঁজের ৩২ দিন পর মিলল তাঁর মরদেহ।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। গত মঙ্গলবার পরিচয় নিশ্চিত করা যায়।
পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে, জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি কলেজ-শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী নিধুয়া কানাডাপ্রবাসী বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ডিসেম্বরের শুরুর দিকে অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে নিধুয়া মুক্তাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।
মেয়ের জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে সামিনা নাসরিন চৌধুরী লেখেন, ‘মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার নামাজে জানাজা আগামী ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর আয়োজন করা হয়েছে।
নিধুয়ার জন্য এই বিদায়ী আয়োজনে সব কাছের মানুষ ও বন্ধুদের দোয়া তাঁর অনন্তযাত্রায় পাথেয় হবে এবং সবার উপস্থিতি আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমিন।
নিধুয়া মুক্তাদির গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে তাঁকে দেখা গিয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো কূলকিনারা খুঁজে না পেয়ে তল্লাশি বন্ধ করে দেয়। নিখোঁজের ৩২ দিন পর মিলল তাঁর মরদেহ।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। গত মঙ্গলবার পরিচয় নিশ্চিত করা যায়।
পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে, জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৪ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
৫ ঘণ্টা আগে