Ajker Patrika

পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯: ৪২
Thumbnail image

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দেন। সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছিল। পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ ও ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি আক্রমণসহ পশ্চিম তীরে স্থিতিশীলতা নষ্ট করে যুক্তরাষ্ট্র বরাবর এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করেছে।’

ব্লিঙ্কেন বলেন, ‘আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনতে ইসরায়েল সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন, এ ধরনের আক্রমণ অগ্রহণযোগ্য। গত সপ্তাহেও ইসরায়েল সফরকালে আমি স্পষ্ট করে বলেছি, যুক্তরাষ্ট্র আমাদের নিজস্ব কর্তৃত্ব ব্যবহার করে এ ধরনের বিষয়ের বিপরীতে ব্যবস্থা নিতে প্রস্তুত।’

অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে ব্লিঙ্কেন বলেন, ‘আজ স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম তীরে সহিংসতামূলক কাজ বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় অধিকার, বিভিন্ন পরিষেবা ও মৌলিক অধিকার সীমাবদ্ধ করে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত বলে বিশ্বাস করা ব্যক্তিদের ওপর নতুন ভিসা বিধিনিষেধ নীতি বাস্তবায়ন করছে। এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতাভুক্ত হতে পারেন।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা প্রসঙ্গে বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি আক্রমণ ঠেকাতেও আরও কিছু পদক্ষেপ নিতে হবে এবং তা স্পষ্ট করার জন্য আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গেও একযোগে কাজ করব। ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ উভয়েরই দায়িত্ব পশ্চিম তীরে স্থিতিশীলতা বজায় রাখা। পশ্চিম তীরে অস্থিতিশীলতা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণ উভয়েরই ক্ষতি করে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলে। এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত