ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।
বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’
২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।
পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে।
শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন।
বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’
এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন!
ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।
বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’
২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।
পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে।
শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন।
বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’
এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন!
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা ও ইসরায়েলের দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়ায় দেশটির সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গতকাল বুধবার তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে
১২ মিনিট আগেইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আলোচনার স্থান নিয়ে প্রাথমিকভাবে বিভ্রান্তির পর গতকাল বুধবার ইরান এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয় তথ্যটি।
১ ঘণ্টা আগেরুশ সেনাবাহিনীর সদস্যের খাদ্য-রসদ সরবরাহের জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন কোম্পানিকে ব্যবহার করার পরিকল্পনা করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের কাছে আস এই সংক্রান্ত পরিকল্পনার এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেজিম্মিদের ফিরে না পাওয়া পর্যন্ত গাজায় অবরোধ অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে