Ajker Patrika

রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ‘চড়া মূল্য’ দিতে হবে রাশিয়াকে: বাইডেন

রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ‘চড়া মূল্য’ দিতে হবে রাশিয়াকে: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটি থেকে রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়ার পর সিএনএন-এর আরলেট সেনজের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি কোনো ধরনের গোয়েন্দা তথ্যের বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’ 

বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। 

সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। 

বাইডেন বলেন, ‘জি-৭ রাশিয়ার দুর্নীতিগ্রস্ত ধনকুবেরদেরও ওপর চাপ বাড়াচ্ছে। আমরা রুশ অভিজাত শ্রেণি ও তাঁদের পরিবারগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করছি। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াচ্ছি।’ 

এ ছাড়া, ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়াকে তাঁদের ‘মোস্ট ফেভারড নেশনে’র তালিকা থেকে বাদ দেবে। 

বাইডেনের ধারণা, এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তাঁর কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত