Ajker Patrika

ইকুয়েডরের কারাগার থেকে ৭ বন্দীর মরদেহ উদ্ধার  

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০১: ৪৫
ইকুয়েডরের কারাগার থেকে ৭ বন্দীর মরদেহ উদ্ধার  

ইকুয়েডরের একটি কারাগারে সাতজন বন্দীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন এসএনআই জেল কর্তৃপক্ষ। গত মাসে গ্যাংদের সহিংসতায় ১১৯ বন্দীর মৃত্যু হয়েছে বলেও শনিবার জানিয়েছে তারা। 

দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াকিলে অবস্থিত পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরালে সাতটি মৃতদেহ পাওয়া গেছে। এটাই ইকুয়েডরের কোন জেলে সবচেয়ে বড় দাঙ্গা। গত মাসের শেষে দাঙ্গায় কয়েক ডজন বন্দী আহত হয়েছিল। 

এসএনআই জেল কর্তৃপক্ষ বিস্তারিত না জানিয়ে টুইটে লিখেছে ,বন্দীদের সঙ্গে তাদের আত্মীয়রা যে প্যাভিলিয়নে দেখা করে সেখানে সাতটি মরদেহ পাওয়া গেছে। 

অক্টোবর মাসে কারাগারে আরও চার বন্দীর মৃত্যুর ঘটনাও তদন্তাধীন।এসএনআই বলেছে তারা পুলিশ ও প্রসিকিউটরদের সঙ্গে এ তদন্তে কাজ করবে। 

গতমাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারের অভ্যন্তরে নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য দেশটির দণ্ডপ্রাপ্তদের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

সারাদেশে কারাগার নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছিল দেশটির প্রেসিডেন্ট।

কর্মকর্তারা বলছে গাংদের মধ্যে চোরাচালানের রুট নিয়ে লড়াই হয়েছে। এ মাসের শুরুতে জেলটি নিয়ন্ত্রণে এনেছিল পুলিশ। দেশের অন্য জেলগুলো নিয়ন্ত্রণে আছে বলেও তারা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত