প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এসব নিয়ে দেশ-বিদেশে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। কিছু নির্বাহী আদেশের ব্যাপারে আপত্তি থাকায় আদালত তাতে হস্তক্ষেপ করেছেন। অনেকে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখেও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাহী ক্ষমতার সীমাবদ্ধতা মেনে নিতে রাজি নন।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি বিখ্যাত উক্তি তুলে ধরে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে লিখেছেন, ‘যে ব্যক্তি নিজের দেশকে রক্ষা করে, সে কোনো আইন লঙ্ঘন করে না।’
নেপোলিয়নের এই উক্তি ১৮০৪ সালে তাঁর প্রণীত নেপোলিয়নিক কোডের সময়কার বলে ধারণা করা হয়। যা পরে তাঁকে ফ্রান্সের সম্রাট হওয়ার পথ দেখায়। তবে ট্রাম্পের এই বক্তব্য ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ক্যালিফোর্নিয়ার সিনেটর ও ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক অ্যাডাম শিফ এক্স হ্যান্ডলে মন্তব্য করেছেন, ‘একজন প্রকৃত স্বৈরশাসকের মতোই কথা বলেছেন ট্রাম্প।’
ট্রাম্পের শাসনামলে তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এসব মামলায় তাঁকে মার্কিন কংগ্রেসের ক্ষমতা দখলের অভিযোগেও অভিযুক্ত করা হয়।
যদিও ট্রাম্প দাবি করেছেন, তিনি আদালতের রায় মেনে চলেন। তবে তাঁর উপদেষ্টারা বিচারকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারণা চালাচ্ছেন এবং তাঁদের অভিশংসনের দাবি তুলেছেন।
ট্রাম্প দাবি করেন, গত জুলাই মাসে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ঈশ্বরের কৃপায় বেঁচে গেছেন। তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন, ঈশ্বর আমাকে একটি বিশেষ কারণে রক্ষা করেছেন। আর সেটি হলো আমাদের দেশকে রক্ষা করা এবং যুক্তরাষ্ট্রকে আবার মহান করা। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন।’ তিনি আরও বলেন, আমেরিকাকে মহান করতে যা যা করা উচিত, তিনি তা-ই করবেন।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লিখেছেন, বিচারকদের প্রেসিডেন্টের ‘নির্বাহী ক্ষমতার বৈধ প্রয়োগ’ নিয়ন্ত্রণ করা উচিত নয়।’
ট্রাম্পের প্রথম অভিশংসন মামলার সঙ্গে যুক্ত আইনজীবী নর্ম আইজেন বলেছেন, ট্রাম্পের আইনি দল বারবার যুক্তি দেখিয়েছে যে যদি প্রেসিডেন্ট কিছু করেন, তবে সেটি বেআইনি হতে পারে না।
নর্ম আইজেন বলেন, ‘নেপোলিয়নের উক্তিটি অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। ট্রাম্পের এই মন্তব্য আইনি সীমারেখা পরীক্ষা করার একটি প্রচেষ্টা এবং একই সঙ্গে উসকানিমূলক।’
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এসব নিয়ে দেশ-বিদেশে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। কিছু নির্বাহী আদেশের ব্যাপারে আপত্তি থাকায় আদালত তাতে হস্তক্ষেপ করেছেন। অনেকে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখেও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাহী ক্ষমতার সীমাবদ্ধতা মেনে নিতে রাজি নন।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি বিখ্যাত উক্তি তুলে ধরে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে লিখেছেন, ‘যে ব্যক্তি নিজের দেশকে রক্ষা করে, সে কোনো আইন লঙ্ঘন করে না।’
নেপোলিয়নের এই উক্তি ১৮০৪ সালে তাঁর প্রণীত নেপোলিয়নিক কোডের সময়কার বলে ধারণা করা হয়। যা পরে তাঁকে ফ্রান্সের সম্রাট হওয়ার পথ দেখায়। তবে ট্রাম্পের এই বক্তব্য ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ক্যালিফোর্নিয়ার সিনেটর ও ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক অ্যাডাম শিফ এক্স হ্যান্ডলে মন্তব্য করেছেন, ‘একজন প্রকৃত স্বৈরশাসকের মতোই কথা বলেছেন ট্রাম্প।’
ট্রাম্পের শাসনামলে তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এসব মামলায় তাঁকে মার্কিন কংগ্রেসের ক্ষমতা দখলের অভিযোগেও অভিযুক্ত করা হয়।
যদিও ট্রাম্প দাবি করেছেন, তিনি আদালতের রায় মেনে চলেন। তবে তাঁর উপদেষ্টারা বিচারকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারণা চালাচ্ছেন এবং তাঁদের অভিশংসনের দাবি তুলেছেন।
ট্রাম্প দাবি করেন, গত জুলাই মাসে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ঈশ্বরের কৃপায় বেঁচে গেছেন। তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন, ঈশ্বর আমাকে একটি বিশেষ কারণে রক্ষা করেছেন। আর সেটি হলো আমাদের দেশকে রক্ষা করা এবং যুক্তরাষ্ট্রকে আবার মহান করা। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন।’ তিনি আরও বলেন, আমেরিকাকে মহান করতে যা যা করা উচিত, তিনি তা-ই করবেন।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লিখেছেন, বিচারকদের প্রেসিডেন্টের ‘নির্বাহী ক্ষমতার বৈধ প্রয়োগ’ নিয়ন্ত্রণ করা উচিত নয়।’
ট্রাম্পের প্রথম অভিশংসন মামলার সঙ্গে যুক্ত আইনজীবী নর্ম আইজেন বলেছেন, ট্রাম্পের আইনি দল বারবার যুক্তি দেখিয়েছে যে যদি প্রেসিডেন্ট কিছু করেন, তবে সেটি বেআইনি হতে পারে না।
নর্ম আইজেন বলেন, ‘নেপোলিয়নের উক্তিটি অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। ট্রাম্পের এই মন্তব্য আইনি সীমারেখা পরীক্ষা করার একটি প্রচেষ্টা এবং একই সঙ্গে উসকানিমূলক।’
এক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
১৪ মিনিট আগেখুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
৪ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৭ ঘণ্টা আগে