Ajker Patrika

ইউক্রেন যুদ্ধ পরিকল্পনার গোপন মার্কিন নথি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১: ১৯
ইউক্রেন যুদ্ধ পরিকল্পনার গোপন মার্কিন নথি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে

রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’ 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোপন নথিগুলো সামাজিক মাধ্যম টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে। 

নথির তথ্যগুলো অন্তত পাঁচ সপ্তাহের পুরোনো বলেও নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে। নথিগুলোতে সর্ব সাম্প্রতিক তথ্য রয়েছে গত ১ মার্চের। 

একটি নথিতে ১২টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচির উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ৯টি প্রশিক্ষণ চালাচ্ছে। এ ছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের ২৫০টি ট্যাংক ও ৩৫০টিরও বেশি যান্ত্রিক যানের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে। 

অন্য একটি নথির ওপর ‘অতি গোপনীয়’ লেবেল সাঁটা রয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। 

নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে। 

সামরিক বিশ্লেষকেরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। কারণ একটি নথিতে ইউক্রেনের সেনাদের মৃত্যু বৃদ্ধি এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত