রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোপন নথিগুলো সামাজিক মাধ্যম টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে।
নথির তথ্যগুলো অন্তত পাঁচ সপ্তাহের পুরোনো বলেও নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে। নথিগুলোতে সর্ব সাম্প্রতিক তথ্য রয়েছে গত ১ মার্চের।
একটি নথিতে ১২টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচির উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ৯টি প্রশিক্ষণ চালাচ্ছে। এ ছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের ২৫০টি ট্যাংক ও ৩৫০টিরও বেশি যান্ত্রিক যানের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে।
অন্য একটি নথির ওপর ‘অতি গোপনীয়’ লেবেল সাঁটা রয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে।
সামরিক বিশ্লেষকেরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। কারণ একটি নথিতে ইউক্রেনের সেনাদের মৃত্যু বৃদ্ধি এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানো হয়েছে।
রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোপন নথিগুলো সামাজিক মাধ্যম টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে।
নথির তথ্যগুলো অন্তত পাঁচ সপ্তাহের পুরোনো বলেও নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে। নথিগুলোতে সর্ব সাম্প্রতিক তথ্য রয়েছে গত ১ মার্চের।
একটি নথিতে ১২টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচির উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ৯টি প্রশিক্ষণ চালাচ্ছে। এ ছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের ২৫০টি ট্যাংক ও ৩৫০টিরও বেশি যান্ত্রিক যানের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে।
অন্য একটি নথির ওপর ‘অতি গোপনীয়’ লেবেল সাঁটা রয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে।
সামরিক বিশ্লেষকেরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। কারণ একটি নথিতে ইউক্রেনের সেনাদের মৃত্যু বৃদ্ধি এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানো হয়েছে।
সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও...
১৭ মিনিট আগেইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতি চরমে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে সব সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন। তবে, বিষয়টি নিয়ে প্রশাসনের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে এই চুক্তিগুলো বাতিল করা কার্যত অসম্ভব, এবং তা করলে দেশের মহা
১ ঘণ্টা আগেবিক্রিত লেহেঙ্গা ফেরত না নিতে রাজি না হওয়ায় দোকানদারকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে হবু বর। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত সায়ানি নামের ওই যুবককে।
৩ ঘণ্টা আগেসিরিয়ার তেল, গ্যাস ও জ্বালানি খাতের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিক্রি করা মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান নির্বাহী জোনাথন বাস। গত শুক্রবার তিনি এই তথ্য জানান। খবর রয়টার্সের। তবে এই...
৩ ঘণ্টা আগে