অনলাইন ডেস্ক
কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। তারপরও কানাডার এই পণ্যের ও ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যেও ২০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির অন্তত তিনজন মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে আজ বুধবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।
কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাং আজ ঘোষণা করেছেন—আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১২: ০১ মিনিট থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
লেব্ল্যাং জানিয়েছেন, নতুন তালিকায় খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রনের মতো পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন বাজার খোঁজার উদ্যোগ এবং অর্থায়নের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন কানাডার অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা জানি এটি কঠিন সময়, তাই শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’
এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘কানাডা শক্ত অবস্থানে রয়েছে। এটি প্রতিদিনের একটি লড়াই।’
তিনি উল্লেখ করেছেন, শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাত দিচ্ছে, যা প্রতিদিন পরিবর্তন হচ্ছে।
জোলি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা তোমাদের সেরা বন্ধু, প্রতিবেশী ও মিত্র।’
তিনি উল্লেখ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্রাহক এবং এই সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে।
জোলি জানান, তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কাজ করবেন যাতে তাঁরাও তাঁদের ওপর আরোপিত শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে করণীয় জানাতে গিয়ে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন বলেছেন, ‘আমাদের স্থানীয় পণ্য কেনার দিকে নজর দিতে হবে। আমরা আমাদের রপ্তানি বৈচিত্র্যময় করতে পারি। তবে স্থানীয় পণ্য কেনার মাধ্যমেও আমরা অর্থনীতিকে শক্তিশালী করতে পারি।’
কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। তারপরও কানাডার এই পণ্যের ও ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যেও ২০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির অন্তত তিনজন মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে আজ বুধবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।
কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাং আজ ঘোষণা করেছেন—আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১২: ০১ মিনিট থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
লেব্ল্যাং জানিয়েছেন, নতুন তালিকায় খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রনের মতো পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন বাজার খোঁজার উদ্যোগ এবং অর্থায়নের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন কানাডার অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা জানি এটি কঠিন সময়, তাই শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’
এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘কানাডা শক্ত অবস্থানে রয়েছে। এটি প্রতিদিনের একটি লড়াই।’
তিনি উল্লেখ করেছেন, শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাত দিচ্ছে, যা প্রতিদিন পরিবর্তন হচ্ছে।
জোলি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা তোমাদের সেরা বন্ধু, প্রতিবেশী ও মিত্র।’
তিনি উল্লেখ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্রাহক এবং এই সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে।
জোলি জানান, তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কাজ করবেন যাতে তাঁরাও তাঁদের ওপর আরোপিত শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে করণীয় জানাতে গিয়ে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন বলেছেন, ‘আমাদের স্থানীয় পণ্য কেনার দিকে নজর দিতে হবে। আমরা আমাদের রপ্তানি বৈচিত্র্যময় করতে পারি। তবে স্থানীয় পণ্য কেনার মাধ্যমেও আমরা অর্থনীতিকে শক্তিশালী করতে পারি।’
ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের কায়াকফিউ টাউনশিপে জান্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকির দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এই ঘাঁটিকে ঘিরে সংঘর্ষ এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই চৌকিটি মিয়ানমারের সামরিক নৌঘাঁটি দান্যাওয়াদ্দির মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
৩ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর
৩ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে সেখানকার কর্মীরা বিদেশে কাজ করতে কম আগ্রহী হওয়ায় জাপান দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোকে বিদেশি কর্মী সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও উজবেকিস্তানের নামও।
৪ ঘণ্টা আগে