Ajker Patrika

আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৩: ১৭
আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে

আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক হিসেবে গতকাল শুক্রবার এই মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়ায়। রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্র সরকারের হিসেবে গত সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি মানুষ মারা যান। রয়টার্সের খবরে বলা হয়, গত সপ্তাহের মৃতের সংখ্যা গত জানুয়ারি মাসে মোট মৃত্যুর ৬০ ভাগের সমান। 

রয়টার্সের হিসেবে বলা হয়, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৫০ লাখের বেশি মানুষ মারা গেছে। করোনায় মৃত্যু এবং আক্রান্তের দিক দিয়ে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে মোট করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে ১৯ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া মৃতের ১৪ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। 

আমেরিকায় এখনো প্রতিদিন দশ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে করোনা সংক্রমণ ঠেকাতে বয়স্ক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত লোকদের সুরক্ষার জন্য ভ্যাকসিনের বুস্টার ডোজ চালু করা হয়েছে। 

আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, এই সংকট দূর করার জন্য সংক্রমণের হার আরও অনেক কমাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত