অনলাইন ডেস্ক
রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোর উপকণ্ঠ বালাশিখায় একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। একাধিক রুশ সূত্রের বরাতে আজ শুক্রবার এই খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে সরকারিভাবে নিশ্চিত করা না হলেও পরে রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আজ বালাশিখায় ইয়ারোস্লাভের গাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেংকো জানান, জেনারেল ইয়ারোস্লাভের গাড়িটিতে গুলিভর্তি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, যা বিস্ফোরিত হয়।
জেনারেল ইয়ারোস্লাভ রুশ জেনারেল স্টাফের প্রধান পরিচালন বিভাগের ডেপুটি প্রধান ছিলেন এবং ২০১৫ সালে প্যারিসে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।
এই হত্যাকাণ্ড রাশিয়ায় গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার প্রাণহানির ঘটনা। ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলোভকে মস্কোয় তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে একটি ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা দিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দায় পরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্বীকার করেছিল।
এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মস্কোর একটি ভবনের প্রবেশপথে বিস্ফোরণে আহত হয়ে মারা যান রাশিয়াপন্থী মিলিশিয়া নেতা আরমেন সারগসিয়ান। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সাবেক ইউক্রেনীয় এমপি ইলিয়া কিভা মস্কোর একটি পার্কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গে রুশপন্থী যুদ্ধ ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে একটি পুতুলের মধ্যে লুকানো বোমায় হত্যা করা হয়।
যদিও ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করে না। বিশ্লেষকেরা মনে করেন, এসব হামলায় তাদের গভীর সংযোগ রয়েছে।
সর্বশেষ জেনারেল ইয়ারোস্লাভ নিহত হওয়ার পর রুশ কর্তৃপক্ষ বলেছে, এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে।
রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোর উপকণ্ঠ বালাশিখায় একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। একাধিক রুশ সূত্রের বরাতে আজ শুক্রবার এই খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে সরকারিভাবে নিশ্চিত করা না হলেও পরে রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আজ বালাশিখায় ইয়ারোস্লাভের গাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেংকো জানান, জেনারেল ইয়ারোস্লাভের গাড়িটিতে গুলিভর্তি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, যা বিস্ফোরিত হয়।
জেনারেল ইয়ারোস্লাভ রুশ জেনারেল স্টাফের প্রধান পরিচালন বিভাগের ডেপুটি প্রধান ছিলেন এবং ২০১৫ সালে প্যারিসে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।
এই হত্যাকাণ্ড রাশিয়ায় গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার প্রাণহানির ঘটনা। ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলোভকে মস্কোয় তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে একটি ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা দিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দায় পরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্বীকার করেছিল।
এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মস্কোর একটি ভবনের প্রবেশপথে বিস্ফোরণে আহত হয়ে মারা যান রাশিয়াপন্থী মিলিশিয়া নেতা আরমেন সারগসিয়ান। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সাবেক ইউক্রেনীয় এমপি ইলিয়া কিভা মস্কোর একটি পার্কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গে রুশপন্থী যুদ্ধ ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে একটি পুতুলের মধ্যে লুকানো বোমায় হত্যা করা হয়।
যদিও ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করে না। বিশ্লেষকেরা মনে করেন, এসব হামলায় তাদের গভীর সংযোগ রয়েছে।
সর্বশেষ জেনারেল ইয়ারোস্লাভ নিহত হওয়ার পর রুশ কর্তৃপক্ষ বলেছে, এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে।
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৮ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
৯ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
১০ ঘণ্টা আগে