Ajker Patrika

বাইডেনকে অভিশংসনের চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫৪
Thumbnail image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অভিশংসনের জন্য চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সম্মেলনে চেয়ারপারসনের দায়িত্বে থাকা এলিস স্টেফানিকসহ অন্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বাইডেনের অভিশংসনের ব্যাপারে চাপপ্রয়োগ করতে বলেছেন।

জো বাইডেনের অভিশংসনের ব্যাপারে সবার আগে সমর্থন জানান এলিস স্টেফানিক। তাঁর সঙ্গে কয়েক দিন ধরেই এ ইস্যুতে ট্রাম্পের কথা হচ্ছে বলে জানানো হয়েছে পলিটিকোর প্রতিবেদনে।

রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি গত মঙ্গলবারই ক্যাপিটলে জো বাইডেনের অভিশংসনের ব্যাপারে হাউস অব রিপ্রেজেনটেটিভসের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, বাইডেনের বিরুদ্ধে আসা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।

এই ঘোষণার পরেই ট্রাম্পের সঙ্গে এলিস স্টেফানিকের আলাপচারিতার কথা শোনা যায়। দ্য হিল এ প্রসঙ্গে জানিয়েছে যে, ট্রাম্পের সঙ্গে আলাপচারিতার কথা স্বীকার করে এলিস বলেন, ‘ট্রাম্পের সঙ্গে আমি প্রচুর কথা বলি। আজও কথা হয়েছে। আমি বিশ্বাস করি, বাইডেন পরিবারের ব্যবসায়িক লেনদেন আমাদের জীবনে দেখা রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি ও কেলেঙ্কারির সবচেয়ে বড় ঘটনা।’

এ বছরের জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেনটেটিভসের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করছে। তবে শুনানিতে বাইডেনের অসদাচরণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

গত রোববার ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টারে তাঁর গলফ ক্লাবে রিপাবলিকান পার্টির নেতা মারজরি টাইলার গ্রিনের সঙ্গে দেখা করেন। তখনো বাইডেনের অভিশংসনের ব্যাপারে কথা হয়েছে বলে পলিটিকোর প্রতিবেদন জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, হাউস অব রিপ্রেজেনটেটিভে রিপাবলিকান সদস্যদের সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ততা ও প্রভাব প্রমাণ করে যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের ব্যাপারে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের অবস্থান এখনো বেশ শক্ত।

ক্ষমতায় থাকার সময় ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভ দ্বারা দুইবার অভিশংসিত হন ট্রাম্প। হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করায় প্রথমবার এবং ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় দ্বিতীয়বার অভিশংসিত হন ট্রাম্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত