আর পাঁচ দিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান ছাড়ার ঘোষিত তারিখ শেষ হবে। এ অবস্থায় ঘোষিত সময়সীমা বাড়ানো যায় কি না এবং সার্বিক আফগান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার ভার্চুয়াল আলোচনায় বসেছিলেন শিল্পোন্নত দেশের সংগঠন জি৭ এর নেতারা। কিন্তু যুক্তরাষ্ট্রসহ মিত্রের ওপর সন্ত্রাসী হামলা বাড়ার আশঙ্কা ৩১ আগস্টের মধ্যেই যথাসম্ভব আফগান ছাড়ার সিদ্ধান্তে জোর দেন বাইডেন।
বৈঠক শেষে বাইডেন বলেন, যতই দিন যাচ্ছে আফগানিস্তানে আমাদের সেনাদের ঝুঁকি বাড়ছে। তাই যত তাড়াতাড়ি আফগান ছাড়া যায়, তত মঙ্গল। আইএসআইএস কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে জানিয়ে বাইডেন বলেন, পেন্টাগন এবং আমাদের পররাষ্ট্র বিভাগ আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ৩১ আগস্টের পরও আমাদের আফগানিস্তানে থাকতে হলে, তা তারা ঠিক করবে।
জি৭ সহ ন্যাটোর অধিকাংশ সদস্য ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের তল্পিতল্পা গুটানো সম্ভব হবে না বলে মনে করেন। তাই কাবুল বিমানবন্দরে অবস্থানরত প্রায় ৬ হাজার মার্কিন সেনা সেখানে আরও দীর্ঘ সময় অবস্থান করুক, সেটাই চান তারা। কিন্তু বেসামরিক মানুষের পাশাপাশি কিছু কিছু মার্কিন সেনাও ইতিমধ্যে কাবুল ছাড়তে শুরু করছে বলে জানিয়েছে বিবিসি।
বৈঠক শেষে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, এবং যুক্তরাষ্ট্র তথা জি৭ এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, নিজেদের নাগরিকসহ সহযোগী আফগান নাগরিকদের দ্রুত সরানোই আমাদের প্রধান লক্ষ্য।
বিবিসির তথ্য, তালেবানের কাবুল দখলের পর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৮২ হাজার মানুষ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তালেবানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে বুঝে-শুনে স্বীকৃতি দিতেই একমত হয়েছেন জোটটির নেতারা। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস দমন, মানবাধিকার-বিশেষত নারী ও মেয়ে শিশুর অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চয়তা এবং রাষ্ট্রের বিভিন্ন পক্ষের অংশ গ্রহণে সরকার গঠন করতে পারলেই জি৭ এর সদস্যরা তালেবানকে স্বীকৃতি দেবে।
এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।
অন্যদিকে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা সি চিন পিং ফোনালাপ করেছেন বলে চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলির বরাতে জানিয়েছে আল জাজিরা।
বিদেশিদের আফগান ত্যাগের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগে বেপরোয়া মানুষের ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে। কিন্তু আফগানদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরে আসার বিভিন্ন সড়কে তালেবানের চেকপোস্ট বসানোর কথা জানিয়েছে আল জাজিরা। তা ছাড়া ৩১ আগস্টের মধ্যে বিদেশিদের কাবুল ছাড়ার পাশাপাশি আফগানদের দেশ ত্যাগে উদ্বুদ্ধ না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।
আর পাঁচ দিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান ছাড়ার ঘোষিত তারিখ শেষ হবে। এ অবস্থায় ঘোষিত সময়সীমা বাড়ানো যায় কি না এবং সার্বিক আফগান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার ভার্চুয়াল আলোচনায় বসেছিলেন শিল্পোন্নত দেশের সংগঠন জি৭ এর নেতারা। কিন্তু যুক্তরাষ্ট্রসহ মিত্রের ওপর সন্ত্রাসী হামলা বাড়ার আশঙ্কা ৩১ আগস্টের মধ্যেই যথাসম্ভব আফগান ছাড়ার সিদ্ধান্তে জোর দেন বাইডেন।
বৈঠক শেষে বাইডেন বলেন, যতই দিন যাচ্ছে আফগানিস্তানে আমাদের সেনাদের ঝুঁকি বাড়ছে। তাই যত তাড়াতাড়ি আফগান ছাড়া যায়, তত মঙ্গল। আইএসআইএস কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে জানিয়ে বাইডেন বলেন, পেন্টাগন এবং আমাদের পররাষ্ট্র বিভাগ আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ৩১ আগস্টের পরও আমাদের আফগানিস্তানে থাকতে হলে, তা তারা ঠিক করবে।
জি৭ সহ ন্যাটোর অধিকাংশ সদস্য ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের তল্পিতল্পা গুটানো সম্ভব হবে না বলে মনে করেন। তাই কাবুল বিমানবন্দরে অবস্থানরত প্রায় ৬ হাজার মার্কিন সেনা সেখানে আরও দীর্ঘ সময় অবস্থান করুক, সেটাই চান তারা। কিন্তু বেসামরিক মানুষের পাশাপাশি কিছু কিছু মার্কিন সেনাও ইতিমধ্যে কাবুল ছাড়তে শুরু করছে বলে জানিয়েছে বিবিসি।
বৈঠক শেষে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, এবং যুক্তরাষ্ট্র তথা জি৭ এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, নিজেদের নাগরিকসহ সহযোগী আফগান নাগরিকদের দ্রুত সরানোই আমাদের প্রধান লক্ষ্য।
বিবিসির তথ্য, তালেবানের কাবুল দখলের পর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৮২ হাজার মানুষ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তালেবানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে বুঝে-শুনে স্বীকৃতি দিতেই একমত হয়েছেন জোটটির নেতারা। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস দমন, মানবাধিকার-বিশেষত নারী ও মেয়ে শিশুর অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চয়তা এবং রাষ্ট্রের বিভিন্ন পক্ষের অংশ গ্রহণে সরকার গঠন করতে পারলেই জি৭ এর সদস্যরা তালেবানকে স্বীকৃতি দেবে।
এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।
অন্যদিকে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা সি চিন পিং ফোনালাপ করেছেন বলে চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলির বরাতে জানিয়েছে আল জাজিরা।
বিদেশিদের আফগান ত্যাগের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগে বেপরোয়া মানুষের ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে। কিন্তু আফগানদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরে আসার বিভিন্ন সড়কে তালেবানের চেকপোস্ট বসানোর কথা জানিয়েছে আল জাজিরা। তা ছাড়া ৩১ আগস্টের মধ্যে বিদেশিদের কাবুল ছাড়ার পাশাপাশি আফগানদের দেশ ত্যাগে উদ্বুদ্ধ না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনিদের ওপর ইসরায়েল আরোপিত দুর্ভিক্ষের ছবি যখন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে, তখন ভারত ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্পর্ক আরও গভীর ও জোরদার করার অঙ্গীকার করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অনেক আন্তর্জাতিক অধিকার সংস্থা...
২ ঘণ্টা আগে