Ajker Patrika

মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২: ৩৮
মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় সম্ভবত নাকের মাধ্যমে প্রবেশ করে এই অ্যামিবা।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণী নাক দিয়ে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। তবে পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্য অনুসারে সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক। 

গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় তার নাক দিয়ে কিছু একটি মস্তিষ্কে গিয়ে সংক্রমণ হয়। এর পর বৃহস্পতিবার তারা নিশ্চিত করেন, ওই আক্রান্ত রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস বলেছেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন সরকারি সংস্থার কর্মকর্তারা। তিনি আরও জানান, কর্মকর্তারা কোনো সম্পৃক্ততা শনাক্ত করতে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছেন।

অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরের মতো উষ্ণ স্বচ্ছ পানিতে বাস করে। এটি নাক দিয়ে প্রবেশ করলে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে মুখের মাধ্যমে পেটে গেলে পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে। 

এই অ্যামিবায় সংক্রামিত হলে অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি ভাব, খিঁচুনি ও হ্যালুসিনেশন। 

সিডিসির তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন এই অ্যামিবার সংক্রমণের শিকার হন। ১৯৬২ ও ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত