যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় সম্ভবত নাকের মাধ্যমে প্রবেশ করে এই অ্যামিবা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণী নাক দিয়ে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। তবে পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্য অনুসারে সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক।
গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় তার নাক দিয়ে কিছু একটি মস্তিষ্কে গিয়ে সংক্রমণ হয়। এর পর বৃহস্পতিবার তারা নিশ্চিত করেন, ওই আক্রান্ত রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস বলেছেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন সরকারি সংস্থার কর্মকর্তারা। তিনি আরও জানান, কর্মকর্তারা কোনো সম্পৃক্ততা শনাক্ত করতে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছেন।
অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরের মতো উষ্ণ স্বচ্ছ পানিতে বাস করে। এটি নাক দিয়ে প্রবেশ করলে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে মুখের মাধ্যমে পেটে গেলে পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে।
এই অ্যামিবায় সংক্রামিত হলে অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি ভাব, খিঁচুনি ও হ্যালুসিনেশন।
সিডিসির তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন এই অ্যামিবার সংক্রমণের শিকার হন। ১৯৬২ ও ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় সম্ভবত নাকের মাধ্যমে প্রবেশ করে এই অ্যামিবা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণী নাক দিয়ে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। তবে পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্য অনুসারে সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক।
গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় তার নাক দিয়ে কিছু একটি মস্তিষ্কে গিয়ে সংক্রমণ হয়। এর পর বৃহস্পতিবার তারা নিশ্চিত করেন, ওই আক্রান্ত রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস বলেছেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন সরকারি সংস্থার কর্মকর্তারা। তিনি আরও জানান, কর্মকর্তারা কোনো সম্পৃক্ততা শনাক্ত করতে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছেন।
অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরের মতো উষ্ণ স্বচ্ছ পানিতে বাস করে। এটি নাক দিয়ে প্রবেশ করলে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে মুখের মাধ্যমে পেটে গেলে পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে।
এই অ্যামিবায় সংক্রামিত হলে অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি ভাব, খিঁচুনি ও হ্যালুসিনেশন।
সিডিসির তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন এই অ্যামিবার সংক্রমণের শিকার হন। ১৯৬২ ও ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে..
১১ মিনিট আগেফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
২ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগে