গুপ্তচরবৃত্তির অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দীর্ঘদিনের তদন্ত শেষে ওই সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিউবা সরকারের হয়ে দীর্ঘদিন গুপ্তচরবৃত্তি করেছেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই রাষ্ট্রদূতের নাম ম্যানুয়েল রোচা। তিনি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার তাঁকে ফ্লোরিডার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা এপিকে বিষয়টি জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, রোচা যুক্তরাষ্ট্রে কিউবার সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে কোনো ব্যক্তি যদি দেশে অন্য কোনো দেশের হয়ে কাজ করতে চান তাহলে তাঁকে অবশ্যই মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগের কাছ থেকে নথিবদ্ধ হয়ে অনুমতি নিতে হয়।
মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই ঘটনায় রোচার পক্ষে কোনো আইনজীবী বা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে কি না।
ম্যানুয়েল রোচা যুক্তরাষ্ট্রের হয়ে দীর্ঘ ২৫ বছর কূটনীতিবিদ হিসেবে কাজ করেছেন। বিশ্বে যখন স্নায়ুযুদ্ধের উত্তেজনা তুঙ্গে তখন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। কলাম্বিয়ায় জন্ম নেওয়া এই কূটনীতিবিদের বেড়ে ওঠা নিউইয়র্কে।
ম্যানুয়েল রোচা পড়াশোনা করেছেন দেশটির ইয়েল ইউনিভার্সিটি থেকে। এর বাইরে হার্ভার্ড ও জর্জটাউন ইউনিভার্সিটি থেকেও বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি। পরে ১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে মার্কিন কূটনৈতিক মিশনে কাজ করা শুরু করেন। বলিভিয়ার ছাড়াও তিনি আর্জেন্টিনায়ও দায়িত্ব পালন করেছেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দীর্ঘদিনের তদন্ত শেষে ওই সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিউবা সরকারের হয়ে দীর্ঘদিন গুপ্তচরবৃত্তি করেছেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই রাষ্ট্রদূতের নাম ম্যানুয়েল রোচা। তিনি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার তাঁকে ফ্লোরিডার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা এপিকে বিষয়টি জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, রোচা যুক্তরাষ্ট্রে কিউবার সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে কোনো ব্যক্তি যদি দেশে অন্য কোনো দেশের হয়ে কাজ করতে চান তাহলে তাঁকে অবশ্যই মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগের কাছ থেকে নথিবদ্ধ হয়ে অনুমতি নিতে হয়।
মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই ঘটনায় রোচার পক্ষে কোনো আইনজীবী বা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে কি না।
ম্যানুয়েল রোচা যুক্তরাষ্ট্রের হয়ে দীর্ঘ ২৫ বছর কূটনীতিবিদ হিসেবে কাজ করেছেন। বিশ্বে যখন স্নায়ুযুদ্ধের উত্তেজনা তুঙ্গে তখন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। কলাম্বিয়ায় জন্ম নেওয়া এই কূটনীতিবিদের বেড়ে ওঠা নিউইয়র্কে।
ম্যানুয়েল রোচা পড়াশোনা করেছেন দেশটির ইয়েল ইউনিভার্সিটি থেকে। এর বাইরে হার্ভার্ড ও জর্জটাউন ইউনিভার্সিটি থেকেও বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি। পরে ১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে মার্কিন কূটনৈতিক মিশনে কাজ করা শুরু করেন। বলিভিয়ার ছাড়াও তিনি আর্জেন্টিনায়ও দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে