Ajker Patrika

ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক
ট্রাম্পের ঘোষিত নীতির বিরুদ্ধে নিউইয়র্ক ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত
ট্রাম্পের ঘোষিত নীতির বিরুদ্ধে নিউইয়র্ক ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মানুষ। গতকাল শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও সিয়াটলসহ প্রধান শহরগুলোর সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এসব কর্মসূচি থেকে নারীদের গর্ভপাতের অধিকার ও অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরাও ছিলেন। শ্রমিকদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।

নিউ ইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরাই আমাদের রক্ষা করি; মি. প্রেসিডেন্ট, নারীরা তাঁদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবে; আমরা পিছু হটব না— এমন নানা স্লোগান। এ সময় ‘আমরা এখানে আছি, চলে যাচ্ছি না’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন আন্দোলনকারীরা।

ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে উইমেন্স মার্চে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরাই জিতব!’ এতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে আমার স্বাধীনতা কোথায়; ভালো ব্যবহার দিয়ে ইতিহাস তৈরি করা যায় না; নারীরা, তোমরা কখনও একা নও ইত্যাদি।

সিয়াটলে বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ফিলিস্তিনিদের লড়াই ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত সাদাকালো স্কার্ফ কেফিয়াহ। কর্মসূচি থেকে যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত