অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
সাধারণত উত্তর ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের গভীরতা হয় ১০ কিলোমিটার পর্যন্ত এবং দক্ষিণে এটি ১৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। কিন্তু ডেবোরাহ আবিষ্কার করেছেন, সিয়েরা নেভাদার কেন্দ্রীয় অঞ্চলে ২০ থেকে ৪০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্প হচ্ছে—যা অত্যন্ত অস্বাভাবিক। এই গভীরতায় তাপমাত্রা ও চাপ এত বেশি থাকে যে, সাধারণত ভূকম্পন হয় না।
এই অস্বাভাবিক ভূমিকম্পের তথ্য ডেবোরাহ পাঠিয়ে দেন ভেরা শুল্টে-পেলকুমের কাছে, যিনি কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞান গবেষক। তিনি ইতিমধ্যেই সিয়েরা নেভাদার গভীর পাথরের গঠন নিয়ে কাজ করছিলেন।
ডেবোরাহর ভূমিকম্পের রেকর্ড এবং শুল্টে-পেলকুমের পাথরের কাঠামো বিশ্লেষণ একত্র করে তাঁরা আবিষ্কার করেন, সেখানে পৃথিবীর ভূত্বক ধীরে ধীরে ভেঙে নিচের স্তরে ঢুকে পড়ছে। এটি এমন একটি প্রক্রিয়া, যাকে বিজ্ঞানীরা বলেন লিথোস্ফেরিক ফাউন্ডারিং।
শুক্রবার সিএনএন জানিয়েছে, এই গবেষণা ২০২৩ সালের ডিসেম্বরে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। গবেষকদের মতে, এ ঘটনা সিয়েরা নেভাদার মধ্যাঞ্চলে বর্তমানে চলছে এবং ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে।
লিথোস্ফেরিক ফাউন্ডারিং এমন একটি প্রক্রিয়া, যেখানে পৃথিবীর সবচেয়ে ঘন পাথরগুলো নিচের তরল-ম্যন্টল স্তরে ঢুকে পড়ে এবং হালকা উপাদান ওপরে উঠে আসে। এর ফলে ভূমির সৃষ্টি হয়। এই প্রসঙ্গে শুল্টে-পেলকুম বলেন, ‘এটি এমন এক ধরনের খোসা ছাড়ানোর মতো ঘটনা, যেখানে ঘন বস্তু নিচে চলে যাচ্ছে এবং হালকা বস্তু ওপরে উঠছে—আমাদের মহাদেশ গঠনের পেছনে এই প্রক্রিয়াই মূল ভূমিকা রেখেছে।’
গভীর ভূ-চিত্র বিশ্লেষণে গবেষকেরা দেখতে পান—৪০ থেকে ৭০ কিলোমিটার গভীরতায় একটি বিশেষ স্তর রয়েছে, যেখানে পাথরের গঠন দিক পরিবর্তন করছে। এর তুলনা দেওয়া হয়েছে হাতে চেপে ধরা একটি রঙিন কাদার টুকরোর সঙ্গে—চাপ দিলে কাদার দাগগুলো লম্বা দাগে পরিণত হয়, যেমনটা ভূত্বকের নিচে ঘটছে।
গবেষণায় দেখা গেছে, দক্ষিণ সিয়েরাতে এই প্রক্রিয়া ৩-৪ মিলিয়ন বছর আগে শেষ হলেও কেন্দ্রীয় অঞ্চলে এটি এখনো চলছে। আর উত্তরে এখনো শুরুই হয়নি। যেহেতু এই অঞ্চলটি ঠান্ডা এবং ভূত্বক অপেক্ষাকৃত পুরু, তাই এখানে এত গভীরে ভূমিকম্প হচ্ছে।
তবে বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন, এই প্রক্রিয়ার পেছনে থাকতে পারে সাবডাকশন বা মহাসাগরীয় পাতের নিচে ঢুকে যাওয়া আরেকটি পাত, যা ভূপ্রাকৃতিক পরিবর্তন ঘটায়। জর্জিয়া টেকের গবেষক মিচেল ম্যাকমিলান বলেন, ‘এই গবেষণা সেই বিতর্কে নতুন করে ঘি ঢালবে।’
এই গবেষণা থেকে শুধু ভূমিকম্প নয় বরং পৃথিবীর দীর্ঘমেয়াদি বিবর্তন, মহাদেশ গঠনের ধারা এবং এমনকি ভেনাস গ্রহেও একই প্রক্রিয়ার ইঙ্গিত পাওয়া যায় কিনা, তা বোঝার পথ খুলে যেতে পারে।
গভীরতম এই চলমান পরিবর্তন সম্পর্কে শুল্টে-পেলকুম বলেন, ‘আমরা যেভাবে এই গ্রহে বাস করছি, তা সম্ভব হয়েছে এমন কিছু প্রাকৃতিক ঘটনার জন্য, যা আমাদের চোখের আড়ালে ঘটে চলেছে। এই বিশাল প্রক্রিয়াগুলো আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।’
যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
সাধারণত উত্তর ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের গভীরতা হয় ১০ কিলোমিটার পর্যন্ত এবং দক্ষিণে এটি ১৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। কিন্তু ডেবোরাহ আবিষ্কার করেছেন, সিয়েরা নেভাদার কেন্দ্রীয় অঞ্চলে ২০ থেকে ৪০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্প হচ্ছে—যা অত্যন্ত অস্বাভাবিক। এই গভীরতায় তাপমাত্রা ও চাপ এত বেশি থাকে যে, সাধারণত ভূকম্পন হয় না।
এই অস্বাভাবিক ভূমিকম্পের তথ্য ডেবোরাহ পাঠিয়ে দেন ভেরা শুল্টে-পেলকুমের কাছে, যিনি কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞান গবেষক। তিনি ইতিমধ্যেই সিয়েরা নেভাদার গভীর পাথরের গঠন নিয়ে কাজ করছিলেন।
ডেবোরাহর ভূমিকম্পের রেকর্ড এবং শুল্টে-পেলকুমের পাথরের কাঠামো বিশ্লেষণ একত্র করে তাঁরা আবিষ্কার করেন, সেখানে পৃথিবীর ভূত্বক ধীরে ধীরে ভেঙে নিচের স্তরে ঢুকে পড়ছে। এটি এমন একটি প্রক্রিয়া, যাকে বিজ্ঞানীরা বলেন লিথোস্ফেরিক ফাউন্ডারিং।
শুক্রবার সিএনএন জানিয়েছে, এই গবেষণা ২০২৩ সালের ডিসেম্বরে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। গবেষকদের মতে, এ ঘটনা সিয়েরা নেভাদার মধ্যাঞ্চলে বর্তমানে চলছে এবং ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে।
লিথোস্ফেরিক ফাউন্ডারিং এমন একটি প্রক্রিয়া, যেখানে পৃথিবীর সবচেয়ে ঘন পাথরগুলো নিচের তরল-ম্যন্টল স্তরে ঢুকে পড়ে এবং হালকা উপাদান ওপরে উঠে আসে। এর ফলে ভূমির সৃষ্টি হয়। এই প্রসঙ্গে শুল্টে-পেলকুম বলেন, ‘এটি এমন এক ধরনের খোসা ছাড়ানোর মতো ঘটনা, যেখানে ঘন বস্তু নিচে চলে যাচ্ছে এবং হালকা বস্তু ওপরে উঠছে—আমাদের মহাদেশ গঠনের পেছনে এই প্রক্রিয়াই মূল ভূমিকা রেখেছে।’
গভীর ভূ-চিত্র বিশ্লেষণে গবেষকেরা দেখতে পান—৪০ থেকে ৭০ কিলোমিটার গভীরতায় একটি বিশেষ স্তর রয়েছে, যেখানে পাথরের গঠন দিক পরিবর্তন করছে। এর তুলনা দেওয়া হয়েছে হাতে চেপে ধরা একটি রঙিন কাদার টুকরোর সঙ্গে—চাপ দিলে কাদার দাগগুলো লম্বা দাগে পরিণত হয়, যেমনটা ভূত্বকের নিচে ঘটছে।
গবেষণায় দেখা গেছে, দক্ষিণ সিয়েরাতে এই প্রক্রিয়া ৩-৪ মিলিয়ন বছর আগে শেষ হলেও কেন্দ্রীয় অঞ্চলে এটি এখনো চলছে। আর উত্তরে এখনো শুরুই হয়নি। যেহেতু এই অঞ্চলটি ঠান্ডা এবং ভূত্বক অপেক্ষাকৃত পুরু, তাই এখানে এত গভীরে ভূমিকম্প হচ্ছে।
তবে বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন, এই প্রক্রিয়ার পেছনে থাকতে পারে সাবডাকশন বা মহাসাগরীয় পাতের নিচে ঢুকে যাওয়া আরেকটি পাত, যা ভূপ্রাকৃতিক পরিবর্তন ঘটায়। জর্জিয়া টেকের গবেষক মিচেল ম্যাকমিলান বলেন, ‘এই গবেষণা সেই বিতর্কে নতুন করে ঘি ঢালবে।’
এই গবেষণা থেকে শুধু ভূমিকম্প নয় বরং পৃথিবীর দীর্ঘমেয়াদি বিবর্তন, মহাদেশ গঠনের ধারা এবং এমনকি ভেনাস গ্রহেও একই প্রক্রিয়ার ইঙ্গিত পাওয়া যায় কিনা, তা বোঝার পথ খুলে যেতে পারে।
গভীরতম এই চলমান পরিবর্তন সম্পর্কে শুল্টে-পেলকুম বলেন, ‘আমরা যেভাবে এই গ্রহে বাস করছি, তা সম্ভব হয়েছে এমন কিছু প্রাকৃতিক ঘটনার জন্য, যা আমাদের চোখের আড়ালে ঘটে চলেছে। এই বিশাল প্রক্রিয়াগুলো আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৩ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৩ ঘণ্টা আগেনয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৪ ঘণ্টা আগে