Ajker Patrika

যুক্তরাষ্ট্রে সালমোনেলার প্রাদুর্ভাব, মুরগিকে চুমু না দেওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রে  সালমোনেলার প্রাদুর্ভাব,  মুরগিকে চুমু না দেওয়ার পরামর্শ

ঢাকা: যুক্তরাষ্ট্রে সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জীবন্ত মুরগিকে চুমু দেওয়া থেকে থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সিডিসির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে ৪৩টি রাজ্যে ইতিমধ্যে ১৬৩ জন সালমোনেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে। কীভাবে এই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ঘটল এ নিয়ে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা তদন্ত চালাচ্ছে।

সিডিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, পাখিগুলোকে চুমু খাবেন না বা আটকাবেন না। কারণ এটি আপনার মুখে জীবাণু ছড়িয়ে দিতে পারে যা আপনাকে অসুস্থ করে তুলবে।

মার্কিন স্বাস্থ্য সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে আরও বলা হয়, হাঁস এবং মুরগিকে সুস্থ দেখালেও তাদের মধ্যে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ব্যাকটেরিয়া সহজেই তাদের কাছ থেকে ছড়িয়ে পড়তে পারে।

জানা গেছে, সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে একজন ব্যক্তির জ্বর, ডায়রিয়া, বমি এবং পেট ব্যথা দেখে দিতে পারে। এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত ব্যক্তির কোনো চিকিৎসা ছাড়াই সেরে ওঠেন। তবে অবস্থা গুরুতর হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

সিডিসির তথ্য অনুযায়ী, সম্প্রতি সময়ে সালমোনেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত রোগীর এক তৃতীয়াংশর বয়সই পাঁচ বছরের কম।

গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৪ জন সালমনেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তবে এ পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত