অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের মর্যাদাপূর্ণ ৩০ বছরের কম বয়সী ৩০ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। উত্তর আমেরিকা অঞ্চল থেকে ২০২৪ সালে ফোর্বসের এই বার্ষিক তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে নাম এসেছে তাঁর।
বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখা সারা বিশ্বের তরুণ-তরুণীদের মধ্যে এগিয়ে থাকা ৩০ জনকে নিয়ে প্রতিবছর ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। এই তালিকায় আসা তরুণ-তরুণীদের বয়সও হতে হয় ৩০-এর কম।
ফোর্বসের প্রতিবেদনে সাকিব জামাল সম্পর্কে বলা হয়েছে, ক্রসবিম ভেঞ্চারস পার্টনার্সে কর্মচারী হিসেবে ২০২০ সালে যোগদানের পর থেকে ফার্মের দ্রুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এরপর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দুটি তহবিলে যোগ হয়েছে ২৮ কোটি ডলারের মুনাফা, যাতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।
ক্রসবিম ভেঞ্চারসের ৯টি বিনিয়োগে সরাসরি জড়িত ছিলেন সাকিব জামাল। পাশাপাশি আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জুনে দ্বিতীয় পদোন্নতি পেয়ে ফার্মটির ভাইস প্রেসিডেন্ট হন তিনি।
সাকিব জামালের জন্ম বাংলাদেশে। এ দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বাংলাদেশের স্কুলগামী শিশুদের সহায়তার উদ্দেশ্যেও কাজ করছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী সাকিব জামাল।
চলতি বছরের শুরুতে ক্রেইনস নিউইয়র্ক বিজনেস ‘টোয়েন্টি আন্ডার টোয়েন্টি’ তালিকায়ও ছিলেন সাকিব জামাল।
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের মর্যাদাপূর্ণ ৩০ বছরের কম বয়সী ৩০ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। উত্তর আমেরিকা অঞ্চল থেকে ২০২৪ সালে ফোর্বসের এই বার্ষিক তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে নাম এসেছে তাঁর।
বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখা সারা বিশ্বের তরুণ-তরুণীদের মধ্যে এগিয়ে থাকা ৩০ জনকে নিয়ে প্রতিবছর ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। এই তালিকায় আসা তরুণ-তরুণীদের বয়সও হতে হয় ৩০-এর কম।
ফোর্বসের প্রতিবেদনে সাকিব জামাল সম্পর্কে বলা হয়েছে, ক্রসবিম ভেঞ্চারস পার্টনার্সে কর্মচারী হিসেবে ২০২০ সালে যোগদানের পর থেকে ফার্মের দ্রুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এরপর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দুটি তহবিলে যোগ হয়েছে ২৮ কোটি ডলারের মুনাফা, যাতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।
ক্রসবিম ভেঞ্চারসের ৯টি বিনিয়োগে সরাসরি জড়িত ছিলেন সাকিব জামাল। পাশাপাশি আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জুনে দ্বিতীয় পদোন্নতি পেয়ে ফার্মটির ভাইস প্রেসিডেন্ট হন তিনি।
সাকিব জামালের জন্ম বাংলাদেশে। এ দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বাংলাদেশের স্কুলগামী শিশুদের সহায়তার উদ্দেশ্যেও কাজ করছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী সাকিব জামাল।
চলতি বছরের শুরুতে ক্রেইনস নিউইয়র্ক বিজনেস ‘টোয়েন্টি আন্ডার টোয়েন্টি’ তালিকায়ও ছিলেন সাকিব জামাল।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে