Ajker Patrika

বনের গভীরে কুকুরের গায়ে মাথা রেখে ঘুমাচ্ছিল ২ বছরের হারানো শিশুকন্যা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২: ১১
বনের গভীরে কুকুরের গায়ে মাথা রেখে ঘুমাচ্ছিল ২ বছরের হারানো শিশুকন্যা

বাড়ির দুটি পোষা কুকুরকে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে তিন মাইল দূরে গহিন বনের ভেতর চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২ বছর বয়সী শিশুকন্যা থিয়া চেস। শেষ পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের মুহূর্তে দুটি কুকুরের মধ্যে আকারে ছোটটিকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছিল সে। 

চাঞ্চল্যকর এই উদ্ধারের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

উদ্ধারের বিষয়ে মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তা মার্ক গানুনজিও জানান, গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রত্যন্ত ফেইথর্ন এলাকা থেকে তাঁরা একটি ফোনকল পান। ফোনে থিয়া চেজের হারিয়ে যাওয়ার খবর দিয়ে পুলিশের সহযোগিতা চান তার মা ব্রুকি চেজ। 

ফেইথর্ন মূলত মিশিগানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি শহর। সেখান থেকেই ব্রুকি চেজ পুলিশকে জানান, বাড়ির উঠোনে খেলাধুলা করছিল থিয়া। এ সময় পায়ে কোনো জুতা না থাকায় থিয়াকে বাড়ির ভেতরে যেতে বলেছিলেন তার চাচা। 

কিন্তু কিছুক্ষণ পর থিয়ার মা আর চাচা আবিষ্কার করেন—বাড়ির ভেতরে প্রবেশ করেনি সে। উঠোনেও নেই। এ অবস্থায় অজানা আশঙ্কায় চিৎকার শুরু করেন ব্রুকি। স্বামী এবং পুলিশকে কল করার আগে অন্তত ২০ মিনিট এদিকে-সেদিকে ছোটাছুটি করে থিয়াকে খুঁজেছিলেন তিনি। 

পুলিশ কর্মকর্তা গানুনজিও বলেন, ‘যখন আমরা ওই কলটি পাই, তখন আমাদের যাবতীয় সব কাজ থেমে যায়।’ 

কল পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি অনুসন্ধানী ড্রোন এবং একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে যায় স্টেট পুলিশ। পাশাপাশি স্থানীয় মানুষেরাও থিয়াকে খুঁজতে দল বেঁধে নামে। তাঁরা ধারণা করছিলেন, বাড়ির সঙ্গে লাগোয়া ঘন অরণ্যের ভেতরেই ঢুকে পড়েছে থিয়া। 

শেষ পর্যন্ত থিয়াকে খুঁজে পাওয়া যায় মধ্যরাতে। বনের ভেতরে। বাড়ি থেকে তিন মাইল দূরে। একটি কুকুরের গায়ে মাথা রেখে থিয়া যখন ঘুমাচ্ছিল, অন্য কুকুরটি তখন তার পাশে বসে পাহারা দিচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত