বাড়ির দুটি পোষা কুকুরকে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে তিন মাইল দূরে গহিন বনের ভেতর চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২ বছর বয়সী শিশুকন্যা থিয়া চেস। শেষ পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের মুহূর্তে দুটি কুকুরের মধ্যে আকারে ছোটটিকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছিল সে।
চাঞ্চল্যকর এই উদ্ধারের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
উদ্ধারের বিষয়ে মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তা মার্ক গানুনজিও জানান, গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রত্যন্ত ফেইথর্ন এলাকা থেকে তাঁরা একটি ফোনকল পান। ফোনে থিয়া চেজের হারিয়ে যাওয়ার খবর দিয়ে পুলিশের সহযোগিতা চান তার মা ব্রুকি চেজ।
ফেইথর্ন মূলত মিশিগানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি শহর। সেখান থেকেই ব্রুকি চেজ পুলিশকে জানান, বাড়ির উঠোনে খেলাধুলা করছিল থিয়া। এ সময় পায়ে কোনো জুতা না থাকায় থিয়াকে বাড়ির ভেতরে যেতে বলেছিলেন তার চাচা।
কিন্তু কিছুক্ষণ পর থিয়ার মা আর চাচা আবিষ্কার করেন—বাড়ির ভেতরে প্রবেশ করেনি সে। উঠোনেও নেই। এ অবস্থায় অজানা আশঙ্কায় চিৎকার শুরু করেন ব্রুকি। স্বামী এবং পুলিশকে কল করার আগে অন্তত ২০ মিনিট এদিকে-সেদিকে ছোটাছুটি করে থিয়াকে খুঁজেছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা গানুনজিও বলেন, ‘যখন আমরা ওই কলটি পাই, তখন আমাদের যাবতীয় সব কাজ থেমে যায়।’
কল পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি অনুসন্ধানী ড্রোন এবং একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে যায় স্টেট পুলিশ। পাশাপাশি স্থানীয় মানুষেরাও থিয়াকে খুঁজতে দল বেঁধে নামে। তাঁরা ধারণা করছিলেন, বাড়ির সঙ্গে লাগোয়া ঘন অরণ্যের ভেতরেই ঢুকে পড়েছে থিয়া।
শেষ পর্যন্ত থিয়াকে খুঁজে পাওয়া যায় মধ্যরাতে। বনের ভেতরে। বাড়ি থেকে তিন মাইল দূরে। একটি কুকুরের গায়ে মাথা রেখে থিয়া যখন ঘুমাচ্ছিল, অন্য কুকুরটি তখন তার পাশে বসে পাহারা দিচ্ছিল।
বাড়ির দুটি পোষা কুকুরকে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে তিন মাইল দূরে গহিন বনের ভেতর চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২ বছর বয়সী শিশুকন্যা থিয়া চেস। শেষ পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের মুহূর্তে দুটি কুকুরের মধ্যে আকারে ছোটটিকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছিল সে।
চাঞ্চল্যকর এই উদ্ধারের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
উদ্ধারের বিষয়ে মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তা মার্ক গানুনজিও জানান, গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রত্যন্ত ফেইথর্ন এলাকা থেকে তাঁরা একটি ফোনকল পান। ফোনে থিয়া চেজের হারিয়ে যাওয়ার খবর দিয়ে পুলিশের সহযোগিতা চান তার মা ব্রুকি চেজ।
ফেইথর্ন মূলত মিশিগানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি শহর। সেখান থেকেই ব্রুকি চেজ পুলিশকে জানান, বাড়ির উঠোনে খেলাধুলা করছিল থিয়া। এ সময় পায়ে কোনো জুতা না থাকায় থিয়াকে বাড়ির ভেতরে যেতে বলেছিলেন তার চাচা।
কিন্তু কিছুক্ষণ পর থিয়ার মা আর চাচা আবিষ্কার করেন—বাড়ির ভেতরে প্রবেশ করেনি সে। উঠোনেও নেই। এ অবস্থায় অজানা আশঙ্কায় চিৎকার শুরু করেন ব্রুকি। স্বামী এবং পুলিশকে কল করার আগে অন্তত ২০ মিনিট এদিকে-সেদিকে ছোটাছুটি করে থিয়াকে খুঁজেছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা গানুনজিও বলেন, ‘যখন আমরা ওই কলটি পাই, তখন আমাদের যাবতীয় সব কাজ থেমে যায়।’
কল পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি অনুসন্ধানী ড্রোন এবং একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে যায় স্টেট পুলিশ। পাশাপাশি স্থানীয় মানুষেরাও থিয়াকে খুঁজতে দল বেঁধে নামে। তাঁরা ধারণা করছিলেন, বাড়ির সঙ্গে লাগোয়া ঘন অরণ্যের ভেতরেই ঢুকে পড়েছে থিয়া।
শেষ পর্যন্ত থিয়াকে খুঁজে পাওয়া যায় মধ্যরাতে। বনের ভেতরে। বাড়ি থেকে তিন মাইল দূরে। একটি কুকুরের গায়ে মাথা রেখে থিয়া যখন ঘুমাচ্ছিল, অন্য কুকুরটি তখন তার পাশে বসে পাহারা দিচ্ছিল।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৫ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৫ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৭ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৭ ঘণ্টা আগে