বাড়ির দুটি পোষা কুকুরকে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে তিন মাইল দূরে গহিন বনের ভেতর চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২ বছর বয়সী শিশুকন্যা থিয়া চেস। শেষ পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের মুহূর্তে দুটি কুকুরের মধ্যে আকারে ছোটটিকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছিল সে।
চাঞ্চল্যকর এই উদ্ধারের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
উদ্ধারের বিষয়ে মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তা মার্ক গানুনজিও জানান, গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রত্যন্ত ফেইথর্ন এলাকা থেকে তাঁরা একটি ফোনকল পান। ফোনে থিয়া চেজের হারিয়ে যাওয়ার খবর দিয়ে পুলিশের সহযোগিতা চান তার মা ব্রুকি চেজ।
ফেইথর্ন মূলত মিশিগানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি শহর। সেখান থেকেই ব্রুকি চেজ পুলিশকে জানান, বাড়ির উঠোনে খেলাধুলা করছিল থিয়া। এ সময় পায়ে কোনো জুতা না থাকায় থিয়াকে বাড়ির ভেতরে যেতে বলেছিলেন তার চাচা।
কিন্তু কিছুক্ষণ পর থিয়ার মা আর চাচা আবিষ্কার করেন—বাড়ির ভেতরে প্রবেশ করেনি সে। উঠোনেও নেই। এ অবস্থায় অজানা আশঙ্কায় চিৎকার শুরু করেন ব্রুকি। স্বামী এবং পুলিশকে কল করার আগে অন্তত ২০ মিনিট এদিকে-সেদিকে ছোটাছুটি করে থিয়াকে খুঁজেছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা গানুনজিও বলেন, ‘যখন আমরা ওই কলটি পাই, তখন আমাদের যাবতীয় সব কাজ থেমে যায়।’
কল পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি অনুসন্ধানী ড্রোন এবং একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে যায় স্টেট পুলিশ। পাশাপাশি স্থানীয় মানুষেরাও থিয়াকে খুঁজতে দল বেঁধে নামে। তাঁরা ধারণা করছিলেন, বাড়ির সঙ্গে লাগোয়া ঘন অরণ্যের ভেতরেই ঢুকে পড়েছে থিয়া।
শেষ পর্যন্ত থিয়াকে খুঁজে পাওয়া যায় মধ্যরাতে। বনের ভেতরে। বাড়ি থেকে তিন মাইল দূরে। একটি কুকুরের গায়ে মাথা রেখে থিয়া যখন ঘুমাচ্ছিল, অন্য কুকুরটি তখন তার পাশে বসে পাহারা দিচ্ছিল।
বাড়ির দুটি পোষা কুকুরকে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে তিন মাইল দূরে গহিন বনের ভেতর চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২ বছর বয়সী শিশুকন্যা থিয়া চেস। শেষ পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের মুহূর্তে দুটি কুকুরের মধ্যে আকারে ছোটটিকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছিল সে।
চাঞ্চল্যকর এই উদ্ধারের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
উদ্ধারের বিষয়ে মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তা মার্ক গানুনজিও জানান, গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রত্যন্ত ফেইথর্ন এলাকা থেকে তাঁরা একটি ফোনকল পান। ফোনে থিয়া চেজের হারিয়ে যাওয়ার খবর দিয়ে পুলিশের সহযোগিতা চান তার মা ব্রুকি চেজ।
ফেইথর্ন মূলত মিশিগানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি শহর। সেখান থেকেই ব্রুকি চেজ পুলিশকে জানান, বাড়ির উঠোনে খেলাধুলা করছিল থিয়া। এ সময় পায়ে কোনো জুতা না থাকায় থিয়াকে বাড়ির ভেতরে যেতে বলেছিলেন তার চাচা।
কিন্তু কিছুক্ষণ পর থিয়ার মা আর চাচা আবিষ্কার করেন—বাড়ির ভেতরে প্রবেশ করেনি সে। উঠোনেও নেই। এ অবস্থায় অজানা আশঙ্কায় চিৎকার শুরু করেন ব্রুকি। স্বামী এবং পুলিশকে কল করার আগে অন্তত ২০ মিনিট এদিকে-সেদিকে ছোটাছুটি করে থিয়াকে খুঁজেছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা গানুনজিও বলেন, ‘যখন আমরা ওই কলটি পাই, তখন আমাদের যাবতীয় সব কাজ থেমে যায়।’
কল পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি অনুসন্ধানী ড্রোন এবং একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে যায় স্টেট পুলিশ। পাশাপাশি স্থানীয় মানুষেরাও থিয়াকে খুঁজতে দল বেঁধে নামে। তাঁরা ধারণা করছিলেন, বাড়ির সঙ্গে লাগোয়া ঘন অরণ্যের ভেতরেই ঢুকে পড়েছে থিয়া।
শেষ পর্যন্ত থিয়াকে খুঁজে পাওয়া যায় মধ্যরাতে। বনের ভেতরে। বাড়ি থেকে তিন মাইল দূরে। একটি কুকুরের গায়ে মাথা রেখে থিয়া যখন ঘুমাচ্ছিল, অন্য কুকুরটি তখন তার পাশে বসে পাহারা দিচ্ছিল।
মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বহু গোপন নথি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাঁর ওপর গোয়েন্দা সংস্থা এফবিআই কীভাবে নজরদারি চালাত তা রয়েছে ২ লাখ ৩০ হাজার পৃষ্ঠার এই দলিলে। এ ছাড়া, রয়েছে আগে কখনো প্রকাশ না হওয়া সিআইএ রেকর্ড। ১৯৭৭ সাল থেকে এসব নথি আদালতের আদেশে জনসাধারণের আওতার বাইরে
১ ঘণ্টা আগেপ্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
২ ঘণ্টা আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
৩ ঘণ্টা আগে