Ajker Patrika

ওসামা বিন লাদেনের ‘হত্যাকারী’ যুক্তরাষ্ট্রের নৌসেনা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৮: ০৭
Thumbnail image

দুর্ধর্ষ অভিযানে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার দাবিদার মার্কিন নৌবাহিনীর সদস্যকে শারীরিক আঘাত ও প্রকাশ্যে মদপানের অভিযোগে গ্রেপ্তার করেছে বলে দ্য নিউওয়ার্ক পোস্ট জানিয়েছে।

সাবেক নেভি সিল রবার্ট ও নিল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফ্রিস্কোতে গ্রেপ্তারের পর সাড়ে তিন হাজার ডলার জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান।

প্রতিবেদনে দুই অভিযোগের উল্লেখ থাকলেও কারাগারের নথিতে শুধু শারীরিক জখমের কথা বলা হয়েছে।

২০১১ সালে পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে নাইন-ইলেভেন খ্যাত যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলার হোতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই অভিযানে ওসামার ওপর গুলি চালানোর কৃতিত্ব নেন ও নিল। এর পর থেকে তিনি সবার নজরে আসেন।  

২০১৭ সালে ‘দ্য অপারেটর’ নামে স্মৃতিকথায় এই অভিযান নিয়ে কথা বলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

সিবিএসের প্রতিবেদন বলছে, ও নিল এর আগে ২০১৬ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার হন। তবে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ রাখা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত