ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন।
গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়।
বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন।
সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’
সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন।
গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়।
বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন।
সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’
সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য বৃষ্টিপাতজনিত ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।
২৫ মিনিট আগেভারতীয় দুই জ্বালানি কোম্পানির পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। ভারতীয় কোম্পানি দুটি হলো ওএনজিসি ভিদেশ (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া (ওআইএল)।
২৮ মিনিট আগেক্যালিফোর্নিয়ায় নতুন কংগ্রেসনাল ম্যাপ প্রস্তাব করা হয়েছে। এই শরতে একটি বিশেষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা এটিকে বেছে নিতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। এই ম্যাপ অনুযায়ী, নতুন করে আঁকা এই জেলা সীমানাগুলো ডেমোক্র্যাটদের পাঁচটি রিপাবলিকান আসন দখলে নিতে এবং ঝুঁকিপূর্ণ (টস-আপ) জেলায় প
৩৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশা নিয়ে লিখেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানান, পুতিন আলাস্কায় আসার পর মেলানি
১ ঘণ্টা আগে