যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসনের তদন্তের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় গতকাল বুধবার বিরোধী দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব অনুমোদিত হয়। তবে রিপাবলিকান পার্টি এখনো বাইডেনের বিরুদ্ধে অভিশংসনের জন্য প্রয়োজনীয় কোনো প্রমাণ খুঁজে পাননি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির আসনসংখ্যা যথাক্রমে ২২১ ও ২১২। বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের ভোটাভুটিতেও পক্ষে-বিপক্ষে একই পরিমাণ ভোট পড়ে। মূলত বাইডেনের ছেলে হান্টারের বিদেশি ব্যবসায় ও লেনদেন থেকে বাইডেন কোনোভাবে উপকৃত হয়েছেন কি না, সে বিষয়ে তদন্তের বিষয়টি সামনে রাখা হচ্ছে।
তবে হোয়াইট হাউস এই তদন্তকে অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বাইডেন তার রিপাবলিকান পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যাকে দুবার অভিশংসন প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে।
বিরোধীরা অভিশংসন তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেও বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো সম্ভব হবে না। কারণ, তাঁর অভিশংসন প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়ে গেলেও তা আটকে যাবে সিনেটে। কারণ সিনেটের দুই-তৃতীয়াংশ ভোট লাগবে বাইডেনকে সরাতে হলে। কিন্তু সিনেটে ডেমোক্রেটিক পার্টি ৫১-৪৯ সিটের ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকানদের থেকে।
এদিকে, বাইডেনপুত্র হান্টার বাইডেন গত সোমবার কংগ্রেসের একটি তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, কোনো বন্ধ দরজার পেছনে নয়, তিনি জবানবন্দি দেবেন সবার সামনে। তাঁর আশঙ্কা, গোপনে জবানবন্দি দিলে তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করা হবে। এ সময় তিনি দাবি করেন, তাঁর ব্যবসায় বা লেনদেন থেকে তাঁর বাবা লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসনের তদন্তের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় গতকাল বুধবার বিরোধী দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব অনুমোদিত হয়। তবে রিপাবলিকান পার্টি এখনো বাইডেনের বিরুদ্ধে অভিশংসনের জন্য প্রয়োজনীয় কোনো প্রমাণ খুঁজে পাননি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির আসনসংখ্যা যথাক্রমে ২২১ ও ২১২। বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের ভোটাভুটিতেও পক্ষে-বিপক্ষে একই পরিমাণ ভোট পড়ে। মূলত বাইডেনের ছেলে হান্টারের বিদেশি ব্যবসায় ও লেনদেন থেকে বাইডেন কোনোভাবে উপকৃত হয়েছেন কি না, সে বিষয়ে তদন্তের বিষয়টি সামনে রাখা হচ্ছে।
তবে হোয়াইট হাউস এই তদন্তকে অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বাইডেন তার রিপাবলিকান পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যাকে দুবার অভিশংসন প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে।
বিরোধীরা অভিশংসন তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেও বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো সম্ভব হবে না। কারণ, তাঁর অভিশংসন প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়ে গেলেও তা আটকে যাবে সিনেটে। কারণ সিনেটের দুই-তৃতীয়াংশ ভোট লাগবে বাইডেনকে সরাতে হলে। কিন্তু সিনেটে ডেমোক্রেটিক পার্টি ৫১-৪৯ সিটের ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকানদের থেকে।
এদিকে, বাইডেনপুত্র হান্টার বাইডেন গত সোমবার কংগ্রেসের একটি তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, কোনো বন্ধ দরজার পেছনে নয়, তিনি জবানবন্দি দেবেন সবার সামনে। তাঁর আশঙ্কা, গোপনে জবানবন্দি দিলে তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করা হবে। এ সময় তিনি দাবি করেন, তাঁর ব্যবসায় বা লেনদেন থেকে তাঁর বাবা লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ নেই।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৮ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১২ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৫ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে