দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৪১ সালে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপানের আক্রমণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনাটি চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার সিএনএন জানিয়েছে, ৮৩ বছর আগের ওই হামলা থেকে বেঁচে যাওয়া সর্বশেষ জীবিত প্রত্যক্ষদর্শী ওয়ারেন রেড আপটন ১০৫ বছর বয়সে মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর বড়দিনে মৃত্যু হয় তাঁর।
আপটনের পরিবার এবং ‘পার্ল হারবার সারভাইভারস সন্স অ্যান্ড ডটারস’ নামে একটি সংঘটন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ওয়ারেন আপটন ছিলেন মার্কিন ‘ইউএসএস ইউটাহ’ যুদ্ধজাহাজের একজন রেডিও অপারেটর। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে এটি আক্রমণের শিকার হয়েছিল। এই আক্রমণের পর ডুবে যায় জাহাজটি এবং জাহাজের ৫৮ জন ক্রু সদস্য মারা যান। তবে আপটন সহ ৪৬১ জন সদস্য বেঁচে যান।
ইউএসএস ইউটাহ জাহাজে প্রথম টর্পেডোটি যখন আঘাত করে, সেই সময়টিতে শেভিং করছিলেন আপটন। পরে আরেকটি টর্পেডো এসে জাহাজটি ডুবিয়ে দেয়। তবে তিনি সহ অনেকেই তখন সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন এবং বেঁচে যান।
আপটন ছিলেন অত্যন্ত নম্র, ধীর এবং শান্তভাবে কথা বলা এক ব্যক্তি। তাঁর পুত্রবধূ ক্যাথলিন ফার্লি বলেন, ‘তিনি কখনো নিজেকে হিরো ভাবতেন না। তিনি বলতেন—পার্ল হারবারের সারভাইভারেরা হিরো মনে হলেও, আসল হিরো হচ্ছেন সেই সব মানুষ, যারা বাড়ি ফিরতে পারেনি।’
পার্ল হারবারের আক্রমণ যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল। ঘটনার পরদিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
মাত্র ২২ বছর বয়সে পার্ল হারবার থেকে বেঁচে ফেরা আপটন পরবর্তীতে কোরীয় যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তাঁর জীবন ছিল এক যুদ্ধের ইতিহাস, যা তাঁকে উজ্জ্বল এক ব্যক্তিত্বে পরিণত করেছে।
পার্ল হারবারের ঘটনাটি ছাড়াও জীবনের পরবর্তী সময়ে অনেক দুঃখ সহ্য করেছেন আপটন। বিশেষ করে, ২০১৮ সালে স্ত্রী ভ্যালেরিয়া জেন পার্কার মারা যাওয়ার পর।
পুত্রবধূ ফার্লি জানান, স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিনই তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করতেন আপটন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁকে স্ত্রীর পাশেই সমাধিস্থ করা হবে। পাঁচ সন্তান এবং নাতি-নাতনিদের রেখে গেছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৪১ সালে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপানের আক্রমণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনাটি চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার সিএনএন জানিয়েছে, ৮৩ বছর আগের ওই হামলা থেকে বেঁচে যাওয়া সর্বশেষ জীবিত প্রত্যক্ষদর্শী ওয়ারেন রেড আপটন ১০৫ বছর বয়সে মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর বড়দিনে মৃত্যু হয় তাঁর।
আপটনের পরিবার এবং ‘পার্ল হারবার সারভাইভারস সন্স অ্যান্ড ডটারস’ নামে একটি সংঘটন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ওয়ারেন আপটন ছিলেন মার্কিন ‘ইউএসএস ইউটাহ’ যুদ্ধজাহাজের একজন রেডিও অপারেটর। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে এটি আক্রমণের শিকার হয়েছিল। এই আক্রমণের পর ডুবে যায় জাহাজটি এবং জাহাজের ৫৮ জন ক্রু সদস্য মারা যান। তবে আপটন সহ ৪৬১ জন সদস্য বেঁচে যান।
ইউএসএস ইউটাহ জাহাজে প্রথম টর্পেডোটি যখন আঘাত করে, সেই সময়টিতে শেভিং করছিলেন আপটন। পরে আরেকটি টর্পেডো এসে জাহাজটি ডুবিয়ে দেয়। তবে তিনি সহ অনেকেই তখন সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন এবং বেঁচে যান।
আপটন ছিলেন অত্যন্ত নম্র, ধীর এবং শান্তভাবে কথা বলা এক ব্যক্তি। তাঁর পুত্রবধূ ক্যাথলিন ফার্লি বলেন, ‘তিনি কখনো নিজেকে হিরো ভাবতেন না। তিনি বলতেন—পার্ল হারবারের সারভাইভারেরা হিরো মনে হলেও, আসল হিরো হচ্ছেন সেই সব মানুষ, যারা বাড়ি ফিরতে পারেনি।’
পার্ল হারবারের আক্রমণ যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল। ঘটনার পরদিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
মাত্র ২২ বছর বয়সে পার্ল হারবার থেকে বেঁচে ফেরা আপটন পরবর্তীতে কোরীয় যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তাঁর জীবন ছিল এক যুদ্ধের ইতিহাস, যা তাঁকে উজ্জ্বল এক ব্যক্তিত্বে পরিণত করেছে।
পার্ল হারবারের ঘটনাটি ছাড়াও জীবনের পরবর্তী সময়ে অনেক দুঃখ সহ্য করেছেন আপটন। বিশেষ করে, ২০১৮ সালে স্ত্রী ভ্যালেরিয়া জেন পার্কার মারা যাওয়ার পর।
পুত্রবধূ ফার্লি জানান, স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিনই তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করতেন আপটন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁকে স্ত্রীর পাশেই সমাধিস্থ করা হবে। পাঁচ সন্তান এবং নাতি-নাতনিদের রেখে গেছেন তিনি।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে