অনলাইন ডেস্ক
ইউক্রেনে আর বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের প্রধান ইলন মাস্ক। তাঁর এই হুমকির পরপরই স্টারলিংকের মাতৃ প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে আলোচনা করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে ইলন মাস্ক বলেছিলেন, ‘স্পেসএক্স অতীতে যে সেবা দিয়েছে তার ক্ষতিপূরণ বা বকেয়া চাচ্ছে না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমরা অনির্দিষ্টকালের জন্যও চালিয়ে নিতে পারি না।’ মাস্কের হুমকির মাত্র একদিন পরই পেন্টাগনের তরফ থেকে আলোচনার ঘোষণা এল।
এর আগে, মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স গত মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে বলেছে, তারা ইউক্রেনের স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যেতে পারে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্টাগন নিশ্চিত করেছে যে, বাইডেন প্রশাসন ইউক্রেনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে আলোচনার বিষয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমি এটি নিশ্চিত করে বলতে পারি যে, প্রতিরক্ষা বিভাগ স্টারলিংকের বিষয়ে আলোচনা করতে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনই এই বিশদ তথ্য প্রকাশ করত পারছি না।’
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে প্রতি মাসে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট পরিচালনার জন্য অন্তত ২ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকারও বেশি ব্যয় করতে হয়। সম্প্রতি মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ইউক্রেনে ইন্টারনেট সেবা চালু করার জন্য প্রায় ৮ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে।
ইউক্রেনে আর বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের প্রধান ইলন মাস্ক। তাঁর এই হুমকির পরপরই স্টারলিংকের মাতৃ প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে আলোচনা করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে ইলন মাস্ক বলেছিলেন, ‘স্পেসএক্স অতীতে যে সেবা দিয়েছে তার ক্ষতিপূরণ বা বকেয়া চাচ্ছে না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমরা অনির্দিষ্টকালের জন্যও চালিয়ে নিতে পারি না।’ মাস্কের হুমকির মাত্র একদিন পরই পেন্টাগনের তরফ থেকে আলোচনার ঘোষণা এল।
এর আগে, মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স গত মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে বলেছে, তারা ইউক্রেনের স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যেতে পারে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্টাগন নিশ্চিত করেছে যে, বাইডেন প্রশাসন ইউক্রেনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে আলোচনার বিষয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমি এটি নিশ্চিত করে বলতে পারি যে, প্রতিরক্ষা বিভাগ স্টারলিংকের বিষয়ে আলোচনা করতে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনই এই বিশদ তথ্য প্রকাশ করত পারছি না।’
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে প্রতি মাসে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট পরিচালনার জন্য অন্তত ২ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকারও বেশি ব্যয় করতে হয়। সম্প্রতি মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ইউক্রেনে ইন্টারনেট সেবা চালু করার জন্য প্রায় ৮ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে।
স্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই মিত্র ইলন মাস্ককে দেশটির সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন। ট্রাম্প ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মাস্কও তাঁর কাজ শুরু করে দেন। এবারে তিনি মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয়ের অর্থ লে
২ ঘণ্টা আগেসার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও এই আন্দোলন দমেনি।
৫ ঘণ্টা আগে