Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ে মৃত অবস্থায় পাওয়া গেল ইউটিউবের সাবেক সিইও’র ছেলেকে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২৮
বিশ্ববিদ্যালয়ে মৃত অবস্থায় পাওয়া গেল ইউটিউবের সাবেক সিইও’র ছেলেকে

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে। 

ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’ 

মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।

মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’

বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত