Ajker Patrika

পাকিস্তানে আত্মঘাতী হামলায় তিন সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় তিন সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন প্যারামিলিটারি সেনা নিহত হয়েছে। কোয়েটা শহরের কাছে আজ রোববার এই হামলার ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ২৫ কিলোমিটার দক্ষিণে কোয়েটা-মাসটাং সড়কে একটি চেকপোস্টের কাছে এক ব্যক্তি আত্মঘাতী হামলা চালায়। এতে সেখানে কর্তব্যরত অনিয়মিত বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের তিন সেনা নিহত হয়। আহত হয় আরও ১৫ জন। 

কোয়েটা পুলিশ কর্মকর্তা আজহার আকরাম বলেন, মোটরসাইকেলে করে শরীরে ৬ কেজি বিস্ফোরক বেঁধে এক ব্যক্তি এগিয়ে আসেন। চেকপয়েন্টের কাছে এসে তিনি শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ করেন। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। 

এরই মধ্যে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত