পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই দেশটি পারমাণবিক অস্ত্র রেখেছে।’ পাকিস্তান সম্পর্কে তাঁর এমন মন্তব্য আজ শনিবার প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
মন্তব্যটি আজ প্রকাশ্যে এলেও জো বাইডেন মন্তব্যটি করেছেন গত বৃহস্পতিবার। ওই দিন ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। অনুষ্ঠানে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে একটি প্রতিলিপি প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে। সেখানেই জো বাইডেনের পাকিস্তান সম্পর্কিত বক্তব্যটি পাওয়া গেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং দেশগুলো তাদের জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করছে। আমি বিশ্বাস করি, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি কোনো তামাশার বিষয় নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে আছে এটি দেখার জন্য যে পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা কীভাবে মোকাবিলা করি।
বাইডেন আরও বলেছেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যা আগে কখনো ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ‘আপনারা কেউ কি ভেবেছিলেন, আপনাদের সামনে একজন রুশ নেতা থাকবে? কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন, যেখানে চীন রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করবে?’
চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সম্পর্কে জো বাইডেন বলেন, ‘সি জানেন তিনি কী চান। তবে তাঁর বড় ধরনের সমস্যা আছে।’
এর পরই পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, ‘যেসব দেশ বিশ্বের জন্য বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।’
ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। এমনকি ২০২২ সালের মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে চীনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হলেও পাকিস্তানকে সেই তালিকায় রাখা হয়নি।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা ৪৮ পৃষ্ঠার নথিতে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ এবং অন্যান্য ভূকৌশলগত হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। সেই হুমকি মোকাবিলার জন্য মিত্র হিসেবে অবশ্য পাকিস্তানের নাম নেই। ২০২১ সালের কৌশলপত্রেও পাকিস্তানের নাম ছিল না।
মার্কিন কৌশলপত্র থেকে পাকিস্তানের নাম বাদ দেওয়াকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে শুধু আফগানিস্তান ও অন্যান্য দেশের হুমকি মোকাবিলার একটি হাতিয়ার হিসেবে দেখে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই দেশটি পারমাণবিক অস্ত্র রেখেছে।’ পাকিস্তান সম্পর্কে তাঁর এমন মন্তব্য আজ শনিবার প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
মন্তব্যটি আজ প্রকাশ্যে এলেও জো বাইডেন মন্তব্যটি করেছেন গত বৃহস্পতিবার। ওই দিন ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। অনুষ্ঠানে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে একটি প্রতিলিপি প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে। সেখানেই জো বাইডেনের পাকিস্তান সম্পর্কিত বক্তব্যটি পাওয়া গেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং দেশগুলো তাদের জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করছে। আমি বিশ্বাস করি, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি কোনো তামাশার বিষয় নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে আছে এটি দেখার জন্য যে পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা কীভাবে মোকাবিলা করি।
বাইডেন আরও বলেছেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যা আগে কখনো ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ‘আপনারা কেউ কি ভেবেছিলেন, আপনাদের সামনে একজন রুশ নেতা থাকবে? কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন, যেখানে চীন রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করবে?’
চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সম্পর্কে জো বাইডেন বলেন, ‘সি জানেন তিনি কী চান। তবে তাঁর বড় ধরনের সমস্যা আছে।’
এর পরই পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, ‘যেসব দেশ বিশ্বের জন্য বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।’
ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। এমনকি ২০২২ সালের মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে চীনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হলেও পাকিস্তানকে সেই তালিকায় রাখা হয়নি।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা ৪৮ পৃষ্ঠার নথিতে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ এবং অন্যান্য ভূকৌশলগত হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। সেই হুমকি মোকাবিলার জন্য মিত্র হিসেবে অবশ্য পাকিস্তানের নাম নেই। ২০২১ সালের কৌশলপত্রেও পাকিস্তানের নাম ছিল না।
মার্কিন কৌশলপত্র থেকে পাকিস্তানের নাম বাদ দেওয়াকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে শুধু আফগানিস্তান ও অন্যান্য দেশের হুমকি মোকাবিলার একটি হাতিয়ার হিসেবে দেখে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর, একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটিও উধাও হয়ে গেছে! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
১৭ মিনিট আগেবিগত কয়েক বছরে জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ‘ইঞ্জিনিয়ার, মানবিকতা বিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সেবা’—এসব বিষয়ে দক্ষতার ভিত্তিতে ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক আসছেন। গত এক দশকে এ ধরনের শ্রমিকের সংখ্যা তিন গুণ বেড়ে ৪ লাখের বেশি হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-এর এক
১ ঘণ্টা আগেতুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
৩ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৫ ঘণ্টা আগে