Ajker Patrika

আকাশসীমা ও বাণিজ্য বন্ধ করে ভারতের পদক্ষেপের জবাব দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক। ছবি: এএফপি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক। ছবি: এএফপি

পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।

পাকিস্তানের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে—তারা ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ ছাড়া শিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করারও হুমকি দিয়েছে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টা...যুদ্ধের শামিল বলে গণ্য হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।

পাকিস্তান জানিয়েছে, তারা ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দিচ্ছে এবং এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত আন্তসীমান্ত চলাচল ও বাণিজ্য স্থগিত করা হচ্ছে।

অন্যান্য পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে পাকিস্তান শিখ তীর্থযাত্রী ছাড়া সার্ক ভিসা স্কিমের অধীনে থাকা সমস্ত ভিসা স্থগিত করেছে। এই ভিসায় পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

ইসলামাবাদে থাকা ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান উপদেষ্টা) ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জনবল কমিয়ে ৩০ জন কূটনীতিক ও স্টাফ সদস্যে নামিয়ে আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত