অনলাইন ডেস্ক
পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।
পাকিস্তানের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে—তারা ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ ছাড়া শিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করারও হুমকি দিয়েছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টা...যুদ্ধের শামিল বলে গণ্য হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।
পাকিস্তান জানিয়েছে, তারা ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দিচ্ছে এবং এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত আন্তসীমান্ত চলাচল ও বাণিজ্য স্থগিত করা হচ্ছে।
অন্যান্য পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে পাকিস্তান শিখ তীর্থযাত্রী ছাড়া সার্ক ভিসা স্কিমের অধীনে থাকা সমস্ত ভিসা স্থগিত করেছে। এই ভিসায় পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
ইসলামাবাদে থাকা ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান উপদেষ্টা) ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জনবল কমিয়ে ৩০ জন কূটনীতিক ও স্টাফ সদস্যে নামিয়ে আনা হবে।
পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।
পাকিস্তানের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে—তারা ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দিয়েছে, এ ছাড়া শিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করারও হুমকি দিয়েছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ বন্ধ করার যেকোনো চেষ্টা...যুদ্ধের শামিল বলে গণ্য হবে এবং পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে।
পাকিস্তান জানিয়েছে, তারা ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দিচ্ছে এবং এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত আন্তসীমান্ত চলাচল ও বাণিজ্য স্থগিত করা হচ্ছে।
অন্যান্য পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে পাকিস্তান শিখ তীর্থযাত্রী ছাড়া সার্ক ভিসা স্কিমের অধীনে থাকা সমস্ত ভিসা স্থগিত করেছে। এই ভিসায় পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
ইসলামাবাদে থাকা ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান উপদেষ্টা) ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের জনবল কমিয়ে ৩০ জন কূটনীতিক ও স্টাফ সদস্যে নামিয়ে আনা হবে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
৪ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
৪ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
৪ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৫ ঘণ্টা আগে