পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার নিষিদ্ধ। তবু কিছু কিছু সরকারি দপ্তর এখনো এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) কাছে জানতে চেয়েছেন। এক্সের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলোর বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোন কোন সরকারি প্রতিষ্ঠান এখনো এই অ্যাপ ব্যবহার করছে, সে সম্পর্কেও ব্যাখ্যা চেয়েছেন আদালত।
আবেদনের শুনানি করেন প্রধান বিচারপতি আলিয়া নিলমের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এবং পিটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পরবর্তী শুনানিতে প্রাসঙ্গিক নথিপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেন।
পাকিস্তানে ‘এক্স’ ব্যবহারের আইনি অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে এবং কোন কোন সরকারি প্রতিষ্ঠান এখনো নিষেধাজ্ঞা সত্ত্বেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তা স্পষ্ট করে ব্যাখ্যা দিতে বলেছেন বেঞ্চ।
বেঞ্চের সদস্য বিচারপতি আলী জিয়া বাজওয়া প্রশ্ন করেন, যদি ‘এক্স’ নিষিদ্ধ হয়েও ব্যবহার করা যায়, তাহলে এর দায়িত্ব কার? পিটিএর আইনজীবী বেঞ্চকে জানান, ব্যবহারকারীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে ‘এক্স’ অ্যাক্সেস করছেন।
বেঞ্চ নির্দেশ দেয়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘এক্স’ কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে হবে এবং পরবর্তী শুনানির তারিখ ২০ মার্চ নির্ধারণ করা হয়।
এর আগে আবেদনে জানানো হয়, সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং ‘এক্স’-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, যা পাকিস্তানের সংবিধানের ১৯ ও ১৯-এ অনুচ্ছেদের লঙ্ঘন। তথ্যপ্রাপ্তির অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
আবেদনকারীরা আদালতের কাছে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এ-সংক্রান্ত সব সরকারি নির্দেশনা বাতিল ঘোষণার আবেদন জানান।
পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার নিষিদ্ধ। তবু কিছু কিছু সরকারি দপ্তর এখনো এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) কাছে জানতে চেয়েছেন। এক্সের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলোর বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোন কোন সরকারি প্রতিষ্ঠান এখনো এই অ্যাপ ব্যবহার করছে, সে সম্পর্কেও ব্যাখ্যা চেয়েছেন আদালত।
আবেদনের শুনানি করেন প্রধান বিচারপতি আলিয়া নিলমের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এবং পিটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পরবর্তী শুনানিতে প্রাসঙ্গিক নথিপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেন।
পাকিস্তানে ‘এক্স’ ব্যবহারের আইনি অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে এবং কোন কোন সরকারি প্রতিষ্ঠান এখনো নিষেধাজ্ঞা সত্ত্বেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তা স্পষ্ট করে ব্যাখ্যা দিতে বলেছেন বেঞ্চ।
বেঞ্চের সদস্য বিচারপতি আলী জিয়া বাজওয়া প্রশ্ন করেন, যদি ‘এক্স’ নিষিদ্ধ হয়েও ব্যবহার করা যায়, তাহলে এর দায়িত্ব কার? পিটিএর আইনজীবী বেঞ্চকে জানান, ব্যবহারকারীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে ‘এক্স’ অ্যাক্সেস করছেন।
বেঞ্চ নির্দেশ দেয়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘এক্স’ কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে হবে এবং পরবর্তী শুনানির তারিখ ২০ মার্চ নির্ধারণ করা হয়।
এর আগে আবেদনে জানানো হয়, সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং ‘এক্স’-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, যা পাকিস্তানের সংবিধানের ১৯ ও ১৯-এ অনুচ্ছেদের লঙ্ঘন। তথ্যপ্রাপ্তির অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
আবেদনকারীরা আদালতের কাছে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এ-সংক্রান্ত সব সরকারি নির্দেশনা বাতিল ঘোষণার আবেদন জানান।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
৮ মিনিট আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
৩ ঘণ্টা আগে