পাকিস্তানের বন্দর শহর গাদারের অবকাঠামো প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের গাড়িবহরে দুই অস্ত্রধারী হামলা করেছে। দুজনকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় কোনো চীনা প্রকৌশলী বা পাকিস্তানি নাগরিক আহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে গাদারে বেশ কিছু চীনা কাজ করছেন। গাদার হলো বেলুচিস্তান অঞ্চলের একটি বন্দর। এটি ৬ হাজার কোটি ডলারের চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের অংশ। এই প্রকল্প চীনের জিনজিয়াং রাজ্যের সঙ্গে বেলুচিস্তানকে যুক্ত করবে।
আজ রোববারের এই ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটি এই এলাকায় চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই বিনিয়োগ স্থানীয় মানুষের কোনো উপকারে আসবে না।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এর আগেও চীন–পাকিস্তান ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে হামলা করেছে।
আজ সকালে বিচ্ছিন্নতাবাদী দলটি এক বিবৃতিতে বলে, ‘আর্মির আত্মঘাতী দল মজিদ ব্রিগেড আজ গাদারের চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা করেছে। এই হামলা চলবে।’
পাকিস্তানি সিনেটর সরফরাজ বুগতি টুইটারে বলেন, ‘আমি গাদারে চীনা কর্মীদের গাড়িবহরে জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। খবর এসেছে যে হামলা প্রতিহত করা হয়েছে। আক্রমণকারীদের হত্যা করা হয়েছে।’
বুগতি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী সাহসের সঙ্গে তাদের হীন পরিকল্পনায় বাধা দেওয়ায় জঙ্গি বাহিনী দিনদিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পাকিস্তানে যারা কুনজর দেবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
এদিকে চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের বিরোধিতা করে আসছে ভারত। ভারতের দাবি এটি দিল্লি নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অংশ। তবে চীন বলছে, এই প্রকল্পে সীমান্ত বিরোধের কিছু নেই।
এর আগে ২০২২ সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে যাওয়ার সময় পাকিস্তানি চালকসহ তিন চীনা নাগরিক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছিল।
বেলুচিস্তান পাকিস্তানের কম জনবসতিপূর্ণ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ।
পাকিস্তানের বন্দর শহর গাদারের অবকাঠামো প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের গাড়িবহরে দুই অস্ত্রধারী হামলা করেছে। দুজনকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় কোনো চীনা প্রকৌশলী বা পাকিস্তানি নাগরিক আহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে গাদারে বেশ কিছু চীনা কাজ করছেন। গাদার হলো বেলুচিস্তান অঞ্চলের একটি বন্দর। এটি ৬ হাজার কোটি ডলারের চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের অংশ। এই প্রকল্প চীনের জিনজিয়াং রাজ্যের সঙ্গে বেলুচিস্তানকে যুক্ত করবে।
আজ রোববারের এই ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটি এই এলাকায় চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই বিনিয়োগ স্থানীয় মানুষের কোনো উপকারে আসবে না।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এর আগেও চীন–পাকিস্তান ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে হামলা করেছে।
আজ সকালে বিচ্ছিন্নতাবাদী দলটি এক বিবৃতিতে বলে, ‘আর্মির আত্মঘাতী দল মজিদ ব্রিগেড আজ গাদারের চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা করেছে। এই হামলা চলবে।’
পাকিস্তানি সিনেটর সরফরাজ বুগতি টুইটারে বলেন, ‘আমি গাদারে চীনা কর্মীদের গাড়িবহরে জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। খবর এসেছে যে হামলা প্রতিহত করা হয়েছে। আক্রমণকারীদের হত্যা করা হয়েছে।’
বুগতি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী সাহসের সঙ্গে তাদের হীন পরিকল্পনায় বাধা দেওয়ায় জঙ্গি বাহিনী দিনদিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পাকিস্তানে যারা কুনজর দেবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
এদিকে চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের বিরোধিতা করে আসছে ভারত। ভারতের দাবি এটি দিল্লি নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অংশ। তবে চীন বলছে, এই প্রকল্পে সীমান্ত বিরোধের কিছু নেই।
এর আগে ২০২২ সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে যাওয়ার সময় পাকিস্তানি চালকসহ তিন চীনা নাগরিক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছিল।
বেলুচিস্তান পাকিস্তানের কম জনবসতিপূর্ণ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল হয় পড়ে। এর ফলে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। এই অবস্থায়, ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন...
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের মধ্যে অনেকেই হয়তো একে অপরকে ছেলেমানুষি নামে ডাকেন, মাঝেমধ্যে হয়তো তারা বিনোদনের জন্য কাজ থেকে সাময়িক বিরতিও নিয়ে অদ্ভুতুড়ে কাজও করেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি নিজের শিশুসুলভ চেহারার মুখোমুখি হওয়াটা কম অবাক করা নয়। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে।
৪ ঘণ্টা আগেফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ...
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই বিষয়ে জানেন এমন পাঁচটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে