Ajker Patrika

ইমরান খানের নির্দেশে সরকার গঠনে এমডব্লিউএম-এ যোগ দিচ্ছে স্বতন্ত্ররা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৩৬
ইমরান খানের নির্দেশে সরকার গঠনে এমডব্লিউএম-এ যোগ দিচ্ছে স্বতন্ত্ররা

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মঙ্গলবার মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমীনের (এমডব্লিউএম) সঙ্গে জোট গড়ে কেন্দ্রে সরকার গঠনের ঘোষণা দিয়েছে। কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশেই দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২৬৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯২টি আসন পেয়েছে। নির্বাচনে নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৭৫টি এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪টি আসন নিশ্চিত করেছে। এবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ৭০টি সংরক্ষিত আসনে মনোনয়ন দেবে দলগুলো। সংরক্ষিত আসনসহ কোনো দল কিংবা জোটকে সংখ্যাগরিষ্ঠতার জন্য জাতীয় পরিষদে কমপক্ষে ১৬৯টি আসন থাকতে হবে।

নির্বাচনে পিটিআইকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ফলে এই দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পেলেও দল না থাকায় তাঁরা সংরক্ষিত আসনে কোনো প্রার্থী চূড়ান্ত করতে পারবে না—নির্বাচনের পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশে এমডব্লিউএম-এ যোগদান করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর ফলে ওই দলটির ব্যানারে মোট আসনসংখ্যার অনুপাতে সংরক্ষিত আসনও পেতে পারেন তাঁরা। ধারণা করা হচ্ছে, এভাবে আরও অন্তত ২০টি আসন পাবে পিটিআই সমর্থিতরা।

এমডব্লিউএম-এ যোগদানের পর সংরক্ষিত আসন পেতে পিটিআই সমর্থিত প্রার্থীদের ইসিপিতে হলফনামা জমা দিতে হবে যে, তারা এমডব্লিউএম-এ যোগ দিচ্ছেন। পরে এমডব্লিউএম প্রধান লিখিতভাবে ইসিপিকে জানাবেন যে, তিনি স্বতন্ত্র প্রার্থীদের গ্রহণ করেছেন।

এদিকে পিটিআইয়ের এই ঘোষণার পরপরই জামায়াত-ই-ইসলামের (জেআই) ডেপুটি আমির লিয়াকত বালুচ নিশ্চিত করেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকার গঠনের বিষয়ে পিটিআই-এর সঙ্গে তারা যোগাযোগ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত