Ajker Patrika

তালেবান কাশ্মীর এনে দেবে, দাবি ইমরানের দলের নেত্রীর

অনলাইন ডেস্ক
তালেবান কাশ্মীর এনে দেবে, দাবি ইমরানের দলের নেত্রীর

তালেবানের সাহায্যেই ভারতের হাত থেকে কাশ্মীরকে স্বাধীন করবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর এক নেত্রী এমনই বিতর্কিত দাবি করে বসেছেন। টিভিতে এক অনুষ্ঠানে এমনই কথা বলতে শোনা যায় তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

নিলাম ইরশাদ শেখ নামের ওই নেত্রী বলেন, তালেবান বলেছে ওরা আমাদের সঙ্গে আছে। কাশ্মীরকে স্বাধীন করতে আমাদের সাহায্যও করবে। 

ওই ভিডিওর ক্লিপ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালক ইমরানের দলের নেত্রীর এমন কথা শুনে তাঁর কাছে জানতে চাইছেন, এমন তথ্য তিনি কোথায় পেয়েছেন। ওই সঞ্চালক বলেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনি কী বললেন! আপনার কোনো ধারণা নেই। এই শোটা সারা পৃথিবীর মানুষ দেখবেন। ভারতেও এটি দেখা যাবে। 

এরপর ওই নারী নেত্রী বলতে থাকেন, পাক সেনার শক্তি রয়েছে কাশ্মীরকে ভারতের থেকে স্বাধীন করার। সেই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ‘সুযোগ্য’ নেতৃত্বের কথাও বলতে দেখা যায় তাঁকে।

যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। 

গত ১৫ আগস্ট আফগানিস্তান নতুন করে দখল করে তালেবান। অভিযোগ উঠেছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত