Ajker Patrika

পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল সিন্ধু নদের তীরে, নিহত ২০

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ মে ২০২৪, ১৮: ৩৩
পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল সিন্ধু নদের তীরে, নিহত ২০

পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। 

দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।

গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। 

প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে। 

এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত