পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে।
এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে।
এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
১১ ঘণ্টা আগেইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
১২ ঘণ্টা আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
১৩ ঘণ্টা আগেইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
১৪ ঘণ্টা আগে