অনলাইন ডেস্ক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।
সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।
দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’
ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’
দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।
সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।
দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’
ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’
দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।
রোববার (১০ আগস্ট) যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই প্রতীকের উৎস জনপ্রিয় জাপানি অ্যানিমে ওয়ান পিস ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এর কাহিনি হলো—একদল জলদস্যু একত্র হয়ে কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে। বর্তমানে ইন্দোনেশিয়ার অনেক তরুণ ও বিক্ষোভকারীর কাছে সরকারের
৪ ঘণ্টা আগেট্রাম্প গত শুক্রবার এই বৈঠকের ঘোষণা দেন। সেদিনই ছিল রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য তাঁর দেওয়া সময়সীমার শেষ দিন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, যদি ৮ আগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হয়, তবে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প জানান, তিনি সরাসরি পুতিনের
৫ ঘণ্টা আগেঅস্কার, বাফটা, এমনকি ‘ডেম’ খেতাব—অভিনয়ের উজ্জ্বল ক্যারিয়ারে এমন বহু সম্মাননা পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন। তবে একটি প্রস্তাবও পেয়েছিলেন, যা তিনি ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছিলেন। বিখ্যাত এই অভিনেত্রীকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প!
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে এক বাড়িতে আছড়ে পড়া একটি উল্কাপিণ্ড পৃথিবীর চেয়ে পুরোনো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, গত ২৬ জুন দিনের আলোয় জর্জিয়া অঙ্গরাজ্যের আকাশ পেরিয়ে একটি উজ্জ্বল আগুনের গোলা বিস্ফোরিত হয়েছে।
৮ ঘণ্টা আগে