পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।
পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’
ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’
দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী।
এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে।
আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।
পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’
ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’
দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী।
এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে।
আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে