আজকের পত্রিকা ডেস্ক
বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্য এবং অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশটির মুদ্রা পাকিস্তানি রুপির মান ক্রমাগত কমছে। এই অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী আগস্ট থেকে দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়তে যাচ্ছে। প্রতি লিটার পেট্রলে ১০ রুপি ও ডিজেল ১৬ বা ১৭ রুপি বাড়তে পারে। আমদানি শুল্ক অন্তর্ভুক্ত না করেই পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির অনুমান করা হয়েছে। ফলে দেশটির সরকার যদি পেট্রলের ওপর প্রতি লিটারে ৫ রুপি পেট্রোলিয়াম শুল্ক বাড়ায়, তাহলে পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২৩ রুপি বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা ডলারের বিপরীতে রুপির বিনিময় হারের বিষয়টি মাথায় রেখে দুই দিনের মধ্যেই বর্ধিত মূল্য নির্ধারণ করবে বলে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশটি জ্বালানি কর্তৃপক্ষ পেট্রোলিয়াম পণ্যের ডিলারদের জ্বালানি বিক্রিতে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন বৃদ্ধি করেছে। সেই সঙ্গে মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্য ব্যতীত অন্যান্য বিলাসদ্রব্যের আমদানি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশটির সরকার ঋণে জর্জরিত অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা চেয়েছিল। পরে আইএমএফের শর্ত অনুসারে দেশটির ভারী শিল্পের ওপর ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত করারোপ করা হয়েছে।
বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্য এবং অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশটির মুদ্রা পাকিস্তানি রুপির মান ক্রমাগত কমছে। এই অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী আগস্ট থেকে দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়তে যাচ্ছে। প্রতি লিটার পেট্রলে ১০ রুপি ও ডিজেল ১৬ বা ১৭ রুপি বাড়তে পারে। আমদানি শুল্ক অন্তর্ভুক্ত না করেই পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির অনুমান করা হয়েছে। ফলে দেশটির সরকার যদি পেট্রলের ওপর প্রতি লিটারে ৫ রুপি পেট্রোলিয়াম শুল্ক বাড়ায়, তাহলে পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২৩ রুপি বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা ডলারের বিপরীতে রুপির বিনিময় হারের বিষয়টি মাথায় রেখে দুই দিনের মধ্যেই বর্ধিত মূল্য নির্ধারণ করবে বলে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশটি জ্বালানি কর্তৃপক্ষ পেট্রোলিয়াম পণ্যের ডিলারদের জ্বালানি বিক্রিতে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন বৃদ্ধি করেছে। সেই সঙ্গে মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্য ব্যতীত অন্যান্য বিলাসদ্রব্যের আমদানি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশটির সরকার ঋণে জর্জরিত অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা চেয়েছিল। পরে আইএমএফের শর্ত অনুসারে দেশটির ভারী শিল্পের ওপর ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত করারোপ করা হয়েছে।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১২ ঘণ্টা আগে