অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার অবৈধ বিয়ে তথা ইদ্দত মামলায় খালাস পেয়েছেন। একই মামলায় খালাস পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। গত শনিবার পাকিস্তানের একটি আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই মামলা থেকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইদ্দত মামলায় খালাস পেলেও ইমরান খান শিগগির কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই রায় এমন এক সময়ে এল, যার মাত্র এক দিন আগেই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে পার্লামেন্টে সংরক্ষিত আসন পেয়ে পার্লামেন্টের সবচেয়ে বড় দলে পরিণত হয় ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি।
গত ফেব্রুয়ারিতে অবৈধ বিয়ে তথা ইদ্দতসংক্রান্ত মামলায় আদালত ইমরান-বুশরা দম্পতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুশরা ও ইমরান খান বুশরার ইদ্দত (আগের বিয়ের তালাকের পর নির্দিষ্ট সময়) শেষ হওয়ার আগেই বিয়ে করেছিলেন এই অভিযোগ আনা হয়েছিল। পরে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে।
ফেব্রুয়ারির সেই রায়ের পর ইমরান-বুশরা দম্পতি আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আদালত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্স সেই রায়ের কপি দেখেছে। সেখানে বলা হয়েছে, ‘উভয় আপিলকারীই অভিযোগ থেকে খালাস পেয়েছেন। অন্য কোনো মামলায় আটক করার প্রয়োজন না হলে তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ রায়ে আরও বলা হয়েছে, প্রসিকিউশন ইমরান-বুশরা দম্পতির বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
এদিকে এই রায়ের পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) জানিয়েছে যে, ২০২৩ সালের মে মাসে সামরিক ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনার বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি মামলায় কর্তৃপক্ষ ইমরান খানের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার অবৈধ বিয়ে তথা ইদ্দত মামলায় খালাস পেয়েছেন। একই মামলায় খালাস পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। গত শনিবার পাকিস্তানের একটি আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই মামলা থেকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইদ্দত মামলায় খালাস পেলেও ইমরান খান শিগগির কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই রায় এমন এক সময়ে এল, যার মাত্র এক দিন আগেই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে পার্লামেন্টে সংরক্ষিত আসন পেয়ে পার্লামেন্টের সবচেয়ে বড় দলে পরিণত হয় ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি।
গত ফেব্রুয়ারিতে অবৈধ বিয়ে তথা ইদ্দতসংক্রান্ত মামলায় আদালত ইমরান-বুশরা দম্পতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুশরা ও ইমরান খান বুশরার ইদ্দত (আগের বিয়ের তালাকের পর নির্দিষ্ট সময়) শেষ হওয়ার আগেই বিয়ে করেছিলেন এই অভিযোগ আনা হয়েছিল। পরে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে।
ফেব্রুয়ারির সেই রায়ের পর ইমরান-বুশরা দম্পতি আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আদালত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্স সেই রায়ের কপি দেখেছে। সেখানে বলা হয়েছে, ‘উভয় আপিলকারীই অভিযোগ থেকে খালাস পেয়েছেন। অন্য কোনো মামলায় আটক করার প্রয়োজন না হলে তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ রায়ে আরও বলা হয়েছে, প্রসিকিউশন ইমরান-বুশরা দম্পতির বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
এদিকে এই রায়ের পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) জানিয়েছে যে, ২০২৩ সালের মে মাসে সামরিক ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনার বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি মামলায় কর্তৃপক্ষ ইমরান খানের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৭ ঘণ্টা আগে