পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তাঁর কন্যা মরিয়ম নওয়াজকেই বিবেচনা করা হয়। সেই মরিয়ম নওয়াজ এবার দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মনোনীত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পক্ষ থেকে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে কয়েকটি আসন পিছিয়ে থেকেও পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পিএমএল-এন। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন মরিয়ম নওয়াজ।
পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের প্রধান চৌধুরী সুজায়াত হুসাইনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন পিএমএল-এনের প্রধান ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘দলের শীর্ষ নেতা ও নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেই মরিয়মকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।’
পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ১৩৭টি আসন। মজার ব্যাপার হলো ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ১৩৮টি আসন। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম পেয়েছে ৮টি আসন। এ ছাড়া পিপিপির আছে ১০টি আসন। এই দলটিও নওয়াজের মেয়েকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই বিবেচনায় এই প্রদেশে মরিয়মের মুখ্যমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত।
তবে এই প্রাদেশিক পরিষদে স্বতন্ত্রদের সংখ্যা বেশি হলেও পিটিআই এখানে সরকার গঠন করতে চায় কি না সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেয়নি দলটি। তবে খাইবার পাখতুন খাওয়ায় সরকার গঠন করবে পিটিআই। কারণ ১১৫ আসনের প্রাদেশিক পরিষদে ইমরান সমর্থিত প্রার্থীরা ৮৪টি আসন দখল করে নিয়েছে। এ ক্ষেত্রেও অবশ্য পিটিআই সমর্থিত প্রার্থীদের অন্য দলে যোগ দিয়েই সরকার গঠন করতে হবে।
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তাঁর কন্যা মরিয়ম নওয়াজকেই বিবেচনা করা হয়। সেই মরিয়ম নওয়াজ এবার দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মনোনীত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পক্ষ থেকে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে কয়েকটি আসন পিছিয়ে থেকেও পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পিএমএল-এন। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন মরিয়ম নওয়াজ।
পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের প্রধান চৌধুরী সুজায়াত হুসাইনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন পিএমএল-এনের প্রধান ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘দলের শীর্ষ নেতা ও নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেই মরিয়মকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।’
পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ১৩৭টি আসন। মজার ব্যাপার হলো ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ১৩৮টি আসন। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম পেয়েছে ৮টি আসন। এ ছাড়া পিপিপির আছে ১০টি আসন। এই দলটিও নওয়াজের মেয়েকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই বিবেচনায় এই প্রদেশে মরিয়মের মুখ্যমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত।
তবে এই প্রাদেশিক পরিষদে স্বতন্ত্রদের সংখ্যা বেশি হলেও পিটিআই এখানে সরকার গঠন করতে চায় কি না সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেয়নি দলটি। তবে খাইবার পাখতুন খাওয়ায় সরকার গঠন করবে পিটিআই। কারণ ১১৫ আসনের প্রাদেশিক পরিষদে ইমরান সমর্থিত প্রার্থীরা ৮৪টি আসন দখল করে নিয়েছে। এ ক্ষেত্রেও অবশ্য পিটিআই সমর্থিত প্রার্থীদের অন্য দলে যোগ দিয়েই সরকার গঠন করতে হবে।
লুটতরাজ, ভাঙচুরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এরই মধ্যে দেশজুড়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে তারা। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
৪ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার উপত্যকাজুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে সাত জন নিহত হয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
১ ঘণ্টা আগেভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ইইউ কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি। মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হিসেবে এমন অনুরোধ জানান
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশজুড়ে আন্দোলনের মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর হিমালয়ের পাদদেশের এই দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগে