এক আইনজীবীকে কামড়ে দেওয়ার ঘটনায় ‘অভিযুক্ত’ জার্মান দুই শেফার্ডের ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করা হয়েছে। গত সোমবার পাকিস্তানের করাচিতে এই মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।
পাকিস্তানের করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান মির্জা ওই কুকুরগুলোর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুমের ইনজেকশন দিয়ে কুকুর দুটিকে মেরে ফেলা হয়েছে।
জানা গেছে, গত মাসে প্রাতর্ভ্রমণে বের হওয়া মির্জা আখতার নামের এক আইনজীবীকে হামলা করে কুকুর দুটি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে ফাঁকা সড়কে আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর ওপরে চড়াও হয়েছে তারা। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এরপর কুকুরের মালিক হুমায়ুন খান ও আইনজীবী মির্জার মধ্যে সমঝোতা হয়। শেষ পর্যন্ত কুকুরের মালিককে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন, তবে শর্তসাপেক্ষে। প্রধানতম শর্তই হলো, কুকুর দুটিকে কোনো পশু চিকিৎসকের সাহায্য নিয়ে বিনা যন্ত্রণায় মেরে ফেলতে হবে। ওই ধরনের আরও কুকুর তাঁর কাছে থাকলে সেগুলোকেও মেরে ফেলতে হবে। এ ছাড়া আইনজীবীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো হিংস্র কুকুর তিনি পুষবেন না। এ ছাড়া আরেকটি শর্ত দেওয়া হয়েছে। তা হলো, যদি তাঁর কোনো পোষা প্রাণী থাকে, তবে করাচির ক্লিফটন ক্যান্টনমেন্ট বোর্ডে সেটির নাম নথিভুক্ত করতে হবে। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডলার ছাড়া সেই পোষ্যকে রাস্তায় বের করা যাবে না।
এমনই নানা শর্তের মাধ্যমে বোঝাপড়া হয়েছে। সাক্ষীদের দিয়ে সইও করানো হয়েছে। তা আদালতে জমাও দেওয়া হয়েছে। এ ধরনের বোঝাপড়ার ঘটনায় পশুপ্রেমীরা হতাশা ব্যক্ত করেছেন।
এক আইনজীবীকে কামড়ে দেওয়ার ঘটনায় ‘অভিযুক্ত’ জার্মান দুই শেফার্ডের ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করা হয়েছে। গত সোমবার পাকিস্তানের করাচিতে এই মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।
পাকিস্তানের করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান মির্জা ওই কুকুরগুলোর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুমের ইনজেকশন দিয়ে কুকুর দুটিকে মেরে ফেলা হয়েছে।
জানা গেছে, গত মাসে প্রাতর্ভ্রমণে বের হওয়া মির্জা আখতার নামের এক আইনজীবীকে হামলা করে কুকুর দুটি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে ফাঁকা সড়কে আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর ওপরে চড়াও হয়েছে তারা। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এরপর কুকুরের মালিক হুমায়ুন খান ও আইনজীবী মির্জার মধ্যে সমঝোতা হয়। শেষ পর্যন্ত কুকুরের মালিককে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন, তবে শর্তসাপেক্ষে। প্রধানতম শর্তই হলো, কুকুর দুটিকে কোনো পশু চিকিৎসকের সাহায্য নিয়ে বিনা যন্ত্রণায় মেরে ফেলতে হবে। ওই ধরনের আরও কুকুর তাঁর কাছে থাকলে সেগুলোকেও মেরে ফেলতে হবে। এ ছাড়া আইনজীবীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো হিংস্র কুকুর তিনি পুষবেন না। এ ছাড়া আরেকটি শর্ত দেওয়া হয়েছে। তা হলো, যদি তাঁর কোনো পোষা প্রাণী থাকে, তবে করাচির ক্লিফটন ক্যান্টনমেন্ট বোর্ডে সেটির নাম নথিভুক্ত করতে হবে। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডলার ছাড়া সেই পোষ্যকে রাস্তায় বের করা যাবে না।
এমনই নানা শর্তের মাধ্যমে বোঝাপড়া হয়েছে। সাক্ষীদের দিয়ে সইও করানো হয়েছে। তা আদালতে জমাও দেওয়া হয়েছে। এ ধরনের বোঝাপড়ার ঘটনায় পশুপ্রেমীরা হতাশা ব্যক্ত করেছেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে