অনলাইন ডেস্ক
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ধারদেনা করে চলছে দেশটি। এই পরিস্থিতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুর্নীতির কারণে ‘মিস্টার ১০ পারসেন্ট’ বলে পরিচিত ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
টুইটে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দেশে বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তকে উৎসাহিত করতেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের শাসনামলে (১৯৯৩-১৯৯৬) আসিফ আলী জারদারি প্রথমে পাকিস্তানের অর্থমন্ত্রী ও পরে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি সব দরপত্র থেকে ১০ শতাংশ করে কমিশন দাবি করতেন। সেই সময়ই তিনি পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও মিস্টার ১০ পারসেন্ট বলে পরিচিতি পান।
আসিফ আলী জারদারি খুন, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় প্রায় ১১ বছর কারাবন্দী ছিলেন, যা যেকোনো পাকিস্তানি রাজনীতিবিদের তুলনায় একটু বেশিই। ২০০৭ সালে বেনজির ভুট্টো খুন হওয়ার পর আকস্মিকভাবে আসিফ আলী জারদারি ২০০৮ সালে প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ করেন। সর্বশেষ আবার ২০২৪ সালে আবারও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ধারদেনা করে চলছে দেশটি। এই পরিস্থিতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুর্নীতির কারণে ‘মিস্টার ১০ পারসেন্ট’ বলে পরিচিত ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
টুইটে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দেশে বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তকে উৎসাহিত করতেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের শাসনামলে (১৯৯৩-১৯৯৬) আসিফ আলী জারদারি প্রথমে পাকিস্তানের অর্থমন্ত্রী ও পরে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি সব দরপত্র থেকে ১০ শতাংশ করে কমিশন দাবি করতেন। সেই সময়ই তিনি পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও মিস্টার ১০ পারসেন্ট বলে পরিচিতি পান।
আসিফ আলী জারদারি খুন, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় প্রায় ১১ বছর কারাবন্দী ছিলেন, যা যেকোনো পাকিস্তানি রাজনীতিবিদের তুলনায় একটু বেশিই। ২০০৭ সালে বেনজির ভুট্টো খুন হওয়ার পর আকস্মিকভাবে আসিফ আলী জারদারি ২০০৮ সালে প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ করেন। সর্বশেষ আবার ২০২৪ সালে আবারও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
৩ ঘণ্টা আগেআফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৬ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৭ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৮ ঘণ্টা আগে