Ajker Patrika

পাকিস্তানে তৈরি পোশাকশ্রমিকদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক চুক্তিতে লেভির স্বাক্ষর 

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ২২: ৫৬
পাকিস্তানে তৈরি পোশাকশ্রমিকদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক চুক্তিতে লেভির স্বাক্ষর 

পাকিস্তানের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি চুক্তিকে স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেভি স্ট্রস। বিশ্বজুড়ে—বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন দ্য ক্লিন ক্লথস ক্যাম্পেইন নেটওয়ার্কের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেনিম জায়ান্ট লেভি বাধ্যতামূলক চুক্তি ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ চুক্তিতে স্বাক্ষর করেছে। যার ফলে পাকিস্তানে যেসব গার্মেন্ট শ্রমিক জিনস তৈরি করেন, তাঁরা এখন থেকে আগের তুলনায় আরও বেশি ভয়ডরহীনভাবে কর্মস্থলে যেতে পারবেন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে, বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের শ্রমিক ইউনিয়নের মধ্যে এই চুক্তি বাধ্যতামূলক। 

বাংলাদেশে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজারের বেশি গার্মেন্টস শ্রমিক নিহত হন। সেই ঘটনার পর থেকেই এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয় এবং একপর্যায়ে ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ চুক্তি স্বাক্ষর করতে ফ্যাশন ব্র্যান্ডগুলোকে বাধ্যবাধকতা দেওয়া হয়। 

এই চুক্তি নিশ্চিত করে যে এতে স্বাক্ষর করা পোশাক ব্র্যান্ডগুলোর সরবরাহকারী দেশগুলোর কারখানাগুলো পরিদর্শন করবে এবং চিহ্নিত নিরাপত্তা ঝুঁকিগুলো সমাধান করার ব্যাপারে উদ্যোগ নেবে। ২০২৩ সাল থেকে পাকিস্তানে এই অ্যাকর্ড নিয়ে কাজ শুরু হয়। লেভি এই অ্যাকর্ডে স্বাক্ষরের মাধ্যমে বাধ্যবাধকতামূলকভাবে পাকিস্তানে তাদের সরবরাহকারী গার্মেন্টগুলো পরিদর্শন এবং কঠোর প্রতিকারমূলক কর্মসূচি, পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং কর্মী প্রশিক্ষণ নিশ্চিত করবে। 

পাকিস্তানে নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী উইমেন ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জেহরা খান বলেন, ‘আমরা খুশি যে লেভি অবশেষে বিশ্বজুড়ে কর্মীদের আওয়াজ আমলে নিয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের কর্মীদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত