পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তাঁর দলের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।
ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’ এ সময় তিনি বলেন, তথ্য-প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। ইমরান খান বলেন, ‘একটি রাজনৈতিক দলকে ৯ মে’র ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।’
এই মামলার বিচারে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।’
এর আগে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ-মিছিল করেন ইমরান খানের ভক্ত-সমর্থকেরা। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর অভিযোগ, সেদিন ইমরান খানের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় ভাঙচুর চালিয়েছিল। সেই অভিযোগে ইমরান খানসহ পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তাঁর দলের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।
ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’ এ সময় তিনি বলেন, তথ্য-প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। ইমরান খান বলেন, ‘একটি রাজনৈতিক দলকে ৯ মে’র ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।’
এই মামলার বিচারে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।’
এর আগে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ-মিছিল করেন ইমরান খানের ভক্ত-সমর্থকেরা। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর অভিযোগ, সেদিন ইমরান খানের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় ভাঙচুর চালিয়েছিল। সেই অভিযোগে ইমরান খানসহ পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে