Ajker Patrika

আমাকে জেলে রেখে পিটিআই নেতা-কর্মীদের ছেড়ে দিন: ইমরান খান

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১০: ১৪
আমাকে জেলে রেখে পিটিআই নেতা-কর্মীদের ছেড়ে দিন: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তাঁর দলের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক। 

ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’ এ সময় তিনি বলেন, তথ্য-প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। ইমরান খান বলেন, ‘একটি রাজনৈতিক দলকে ৯ মে’র ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।’ 

এই মামলার বিচারে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।’ 

এর আগে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ-মিছিল করেন ইমরান খানের ভক্ত-সমর্থকেরা। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর অভিযোগ, সেদিন ইমরান খানের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় ভাঙচুর চালিয়েছিল। সেই অভিযোগে ইমরান খানসহ পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত