Ajker Patrika

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল, অভিযান শিগগির 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১: ২৭
রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল, অভিযান শিগগির 

ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা গাজার রাফাহ থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে সেখানে অভিযান শুরু করতে প্রস্তুত। গতকাল বুধবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁর দেশ রাফাহে ‘স্থল অভিযান চালাতে প্রস্তুত।’

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে অভিযান চালাতে প্রস্তুত। এ সময় ওই কর্মকর্তা রাফাহকে হামাসের ঘাঁটি বলে আখ্যা দেন।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নেতানিয়াহু সরকার রাফাহে স্থল অভিযান চালানোর বিষয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে ওই কর্মকর্তা কবে নাগাদ রাফাহে অভিযান চালানো হবে সে বিষয়ে কোনো দিনক্ষণ উল্লেখ করেননি।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা রাফাহ থেকে যাদের সরিয়ে নেওয়া হবে তাদের দেওয়ার জন্য ৪০ হাজার তাঁবু এনেছেন। একেকটি তাঁবুতে ১০ থেকে ১২ জন লোক বাস করতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা। রাফাহ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের খান ইউনিসে সাদা সাদা তাঁবুর সারি দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও থেকে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

একটি সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার অনুমোদন দিতে পারে। ধারণা করা হচ্ছে, রাফাহ থেকে লোকজনকে সরিয়ে নিতে প্রায় এক মাস সময় লেগে যাবে।

আইডিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আইডিএফ যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত। কিন্তু সবকিছু বিবেচনায় আইডিএফ নেতানিয়াহু সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়া পর থেকে অঞ্চলটির প্রায় অর্ধেক মানুষই রাফাহে আশ্রয় নিয়েছিল। সংখ্যার বিচারে যা প্রায় ১৪ লাখ বা তার আশপাশে। এবার সেই অঞ্চলেও অভিযান শুরুর বিষয়ে হম্বিতম্বি করে যাচ্ছে ইসরায়েল। তবে এখনো শহরটিতে প্রায়শই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত