গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সম্প্রতি সংস্থাটির ইসরায়েল শাখা কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ইতিমধ্যেই তারা চার হাজারটি খাবার হাসপাতালসহ দেশটির সেনাদের মধ্যে বিতরণ করেছে। যুদ্ধ চলাকালীন প্রতিদিন এভাবে কয়েক হাজার মিল খাবার ইসরায়েলি সেনাদের মধ্যে সরবরাহ করার সিদ্ধান্তের কথাও জানায় সংস্থাটি। এ উদ্দেশে দেশজুড়ে পাঁচটি রেস্তোরাঁও খুলেছে ম্যাকডোনাল্ডস।
এদিকে গাজার ওপর নির্বিচার হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্যসহায়তা দেওয়ায় ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষাবলম্বন করে, বিশেষ করে নির্দোষ শিশু এবং অন্য মানুষের হত্যালীলার ক্ষেত্রে যারা হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করাই উচিত।
একজন মন্তব্য করেছেন, ‘ম্যাকডোনাল্ডস যদি শুধু ইসরায়েলের সেনাদের বিনা মূল্যে খাবার দেয় এবং গাজার মানুষদের না দেয়—তাহলে আমার মনে হয়, পৃথিবীর সব মুসলমানের উচিত ম্যাকডোনাল্ডসকে বয়কট করা।’
এদিকে তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরায়েলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনা মূল্যে খাবার বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরম্পরায় লেবাননে ম্যাকডোনাল্ডসের দুটি আউটলেটে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মানুষ। এ অবস্থায় ম্যাকডোনাল্ডস লেবাননের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়—অন্য দেশে অবস্থিত সংস্থাটির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তাদের কোনো হাত নেই। তারা এই যুদ্ধে কারও পক্ষেই নেই।
এদিকে ম্যাকডোনাল্ডসের ওমান কর্তৃপক্ষ আবার সরাসরি গাজার পাশে দাঁড়িয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছে। গাজার মানুষের জন্য ইতিমধ্যে তারা এক লাখ ডলার ত্রাণ পাঠিয়েছে বলেও জানিয়েছে।
গাজার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ম্যাকডোনাল্ডসও। দুটি দেশের সংস্থাই ওই দেশগুলোর মুদ্রায় এক মিলিয়ন করে অর্থ সাহায্য পাঠিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য। ম্যাকডোনাল্ডস কুয়েতও গাজাসহ প্যালেস্টাইনের মানুষের সাহায্যে দেড় লাখ ডলার দান করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটিকে।
গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সম্প্রতি সংস্থাটির ইসরায়েল শাখা কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ইতিমধ্যেই তারা চার হাজারটি খাবার হাসপাতালসহ দেশটির সেনাদের মধ্যে বিতরণ করেছে। যুদ্ধ চলাকালীন প্রতিদিন এভাবে কয়েক হাজার মিল খাবার ইসরায়েলি সেনাদের মধ্যে সরবরাহ করার সিদ্ধান্তের কথাও জানায় সংস্থাটি। এ উদ্দেশে দেশজুড়ে পাঁচটি রেস্তোরাঁও খুলেছে ম্যাকডোনাল্ডস।
এদিকে গাজার ওপর নির্বিচার হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্যসহায়তা দেওয়ায় ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষাবলম্বন করে, বিশেষ করে নির্দোষ শিশু এবং অন্য মানুষের হত্যালীলার ক্ষেত্রে যারা হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করাই উচিত।
একজন মন্তব্য করেছেন, ‘ম্যাকডোনাল্ডস যদি শুধু ইসরায়েলের সেনাদের বিনা মূল্যে খাবার দেয় এবং গাজার মানুষদের না দেয়—তাহলে আমার মনে হয়, পৃথিবীর সব মুসলমানের উচিত ম্যাকডোনাল্ডসকে বয়কট করা।’
এদিকে তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরায়েলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনা মূল্যে খাবার বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরম্পরায় লেবাননে ম্যাকডোনাল্ডসের দুটি আউটলেটে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মানুষ। এ অবস্থায় ম্যাকডোনাল্ডস লেবাননের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়—অন্য দেশে অবস্থিত সংস্থাটির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তাদের কোনো হাত নেই। তারা এই যুদ্ধে কারও পক্ষেই নেই।
এদিকে ম্যাকডোনাল্ডসের ওমান কর্তৃপক্ষ আবার সরাসরি গাজার পাশে দাঁড়িয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়েও দিয়েছে। গাজার মানুষের জন্য ইতিমধ্যে তারা এক লাখ ডলার ত্রাণ পাঠিয়েছে বলেও জানিয়েছে।
গাজার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ম্যাকডোনাল্ডসও। দুটি দেশের সংস্থাই ওই দেশগুলোর মুদ্রায় এক মিলিয়ন করে অর্থ সাহায্য পাঠিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য। ম্যাকডোনাল্ডস কুয়েতও গাজাসহ প্যালেস্টাইনের মানুষের সাহায্যে দেড় লাখ ডলার দান করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটিকে।
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৪ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
৫ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
৬ ঘণ্টা আগে